সামাজিক মাধ্যম থ্রেডসে একটি ব্যাংক চেকের ছবি শেয়ার করে বলা হচ্ছে, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী বিভাগ থেকে অংশগ্রহণকারী দল দুর্বার রাজশাহীকে সোনার বাংলা নামে একটি ব্যাংকের চেক ধরিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি থ্রেডস পোস্ট দেখুন এখানে। ফেসবুকে এখানে ও এখানে।
গত ২৯ জানুয়ারি 'mohin.da.sailor' নামে একটি থ্রেডস একাউন্ট থেকে একটি ছবি শেয়ার করে বলা হয়, "রাজশাহীর প্লেয়ারদের চেক আবারও বাউন্স করছে। তাদেরকে সোনার ব্যাংকের চেক ধরার দিছে। রাজশাহীর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। সে বিপিএলের সৌন্দর্য নষ্ট করেছে, তাছাড়া, বিদেশি ক্রিকেটারদের কাছে দেশের মান ইজ্জত আর রাখল না।" পোস্টটিতে "সোনার বাংলা" নামে একটি ব্যাংকের চেকের পাতার ছবি যুক্ত করা হয়। থ্রেডস পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদেরকে "সোনার ব্যাংক" নামের একটি ব্যাংকের চেক ধরিয়ে দেওয়ার আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বরং, Club 11 Entertainment -নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত 'কিডনি' নামে একটি বাংলা নাটকের দৃশ্য থেকে ভুয়া ব্যাংক চেকের আলোচ্য ছবিটি নেওয়া হয়েছে।
সোনার বাংলা নামে কোনো ব্যাংক আছে কি-না জানতে কি-ওয়ার্ড সার্চ করে এই নামের কোনো ব্যাংকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে "Club 11 Entertainment" নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ জুন "Kidney (কিডনি)" নামে ঈদ উপলক্ষ্যে প্রচারিত একটি নাটক খুঁজে পাওয়া যায়। নাটকটির ৫২ মিনিট ২৩ সেকেন্ডে আলোচ্য চেকের ছবিটির মত হুবহু একটি চেকের ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটিতে লেখা ব্যাংকের নাম এবং প্রাপকের নাম এবং আলোচ্য পোস্টে যুক্ত চেকের নাম অভিন্ন। ইউটিউব ভিডিওটি দেখুন--
এবারে আলোচ্য থ্রেডস পোস্ট থেকে নেয়া চেকের ছবিটি (বামে) ও নাটক থেকে নেয়া একটি স্ক্রিনশটের (ডানে) মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ উক্ত নাটকটি থেকে স্ক্রিনশট নিয়ে আলোচ্য চেকের ছবিটি রাজশাহীর ক্রিকেটারদের দেয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে। আলোচ্য ছবিটি কোনো সত্যিকারের চেকের নয়।
উল্লেখ্য সম্প্রতি চলতি মৌসুমে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দলটির ক্রিকেটারদেরকে পারিশ্রমিক পরিশোধ করা নিয়ে জটিলতা শুরু হয়।
সুতরাং বিপিএলে অংশগ্রহণ করা দুর্বার রাজশাহী দলের ক্রিকেটারদেরকে সোনার ব্যাংক নামের একটি ব্যাংকের ভুয়া চেক ধরিয়ে দেওয়া হয়েছে দাবি করে একটি ভুয়া চেকের ছবি প্রচার করা হচ্ছে থ্রেডসে, যা বিভ্রান্তিকর।