HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মামুনুল হকের পুরোনো ভিডিও ভিত্তিহীন দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালের এপ্রিলের একটি ভিডিও দিয়ে বলা হচ্ছে সম্প্রতি বিএনপি কর্মীরা মামুনুল হককে আটক করেছেন।

By - Mamun Abdullah | 9 March 2025 3:49 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি সম্প্রতি চলতি রমজানে নারীসহ বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে, এখানেএখানে

গত ৯ মার্চ ‘Rony Mollik’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এই রোজা রমজানের মধ্যে বিম্পির নেতা কর্মিদের কাছে আবার কট খাইছে মাওলানা মানুল হক! পার্থক্য একটু আছে, এবার রুম নম্বর 502! পরিবেশটা সুন্দর নাহ!?” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সম্প্রতি হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হওয়ার নয়; প্রকৃতপক্ষে এটি ২০২১ সালে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে মামুনুল হককে এক নারী সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখার ঘটনার ভিডিও।

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে “নারীসহ রিসোর্টে মামুনুল হক আটক” শিরোনামে ‘নিউজ বাংলা’র ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ৩ এপ্রিল প্রকাশিত ভিডিওর প্রথম ৪০ সেকেন্ড থেকে ৫০ সেকেন্ড পর্যন্ত-র সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির বিবরণে বলা হয়, “নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকে রাখে পুলিশ ।” ভিডিওটি দেখুন-- 

Full View


নিচে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২০২১ সালের পুরোনো ভিডিওর স্ক্রিনশট (ডানে) পাশাপাশি দেখুন-- 


পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে “অন্যের স্ত্রীকে নিজের বললেন মামুনুল” শিরোনামে ‘একাত্তর টিভির’ ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩ এপ্রিল একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীসহ আটক হন। এ ঘটনা জানাজানির পর শুরু হয় তোলপাড়। পুলিশের ভাষ্য, হেফাজতের ওই নেতা একজন নারীসহ রিসোর্টটিতে অবস্থান করছেন-এমন খবর পেয়ে স্থানীয় লোকজনসহ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাকে প্রথমে অবরুদ্ধ করে। এরপর সেখানে যায় পুলিশ। স্ক্রিনশট দেখুন-- 


পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে সমকাল, জনকণ্ঠ, ঢাকাপোস্ট, নিউজ বাংলা, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ঘটনাটি ২০২১ সালের এপ্রিলের। 

এদিকে, আলোচ্য দাবির প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি মামুনুল হককে নিয়ে এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ ২০২১ সালের ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের আটকের একটি ভিডিও দিয়ে সম্প্রতি নারী সহ বিএনপি নেতাকর্মীদের হাতে মামুনুল হক আটক নারী সহ আটক হয়েছে বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং মামুনুল হকের আটকের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories