সামাজিক মাধ্যম ফেসবুকে রেকাধিক আইডি, পেজ ও গ্রুপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রদানের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, বর্তমানের অবৈধ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৫ মার্চ 'আওয়ামী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন আমরাও চাই না, অবৈধ সরকারকে অবৈধ বলার জন্য আপনাকে ধন্যবাদ"। ভিডিওটিতে প্রচারিত একটি সংবাদের দৃশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, "বর্তমানের অবৈধ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এরমধ্যে আর কোনো ভাবভঙ্গি কিচ্ছু নেই। এই সরকারকে যেতে হবে। ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরে তবেই একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে, বর্তমান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ সরকার মন্তব্য করে এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি সঠিক নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২০২২ সালের ১০ মে তৎকালীন শেখ হাসিনা সরকারকে উদ্দেশ্য করে দেয়া একটি বক্তব্যকে নতুন করে প্রচার করা হচ্ছে। এছাড়াও সম্প্রতি এরকম কোনো কথা বলার তথ্যও গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
ভিডিওটির ব্যাপারে জানতে মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্য ধরে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ মে "বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল | Fakhrul" শিরোনামে প্রচারিত একটি ইউটিউব ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত হুবহু ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৫২ সেকেন্ডে মির্জা ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, "বর্তমানের অবৈধ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এরমধ্যে আর কোনো ভাবভঙ্গি কিচ্ছু নেই। এই সরকারকে যেতে হবে। ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরে তবেই শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে, পরিবেশ তৈরি হবে।"। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ তার এই বক্তব্যটি তিন বছর আগের, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার অর্থাৎ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এ বক্তব্য দেননি।
সুতরাং তিন বছর আগে ভিন্ন প্রেক্ষাপটে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তৎকালীন সরকারের অধীনে নির্বাচনে যেতে না চাওয়ার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে নতুন করে প্রচারিত হচ্ছে ফেসবুকে।