সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে একটি মিছিলের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি ঢাকার রাজপথে শিবিরের লাঠিহাতে মিছিলের। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১ অক্টোবর "Ariyan Mahmud Tarek" নামের একটি ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ঢাকার রাজপথে লাঠি নিয়ে নেমেছে শিবির"। ভিডিওটি পোস্ট করার তারিখ ও ক্যাপশন থেকে একাধিক ব্যবহারকারী ভিডিওটি সাম্প্রতিক মনে করে মন্তব্য করছেন। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। চট্টগ্রাম শহরে ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত মিছিলের এই ভিডিওটি ২০১৮ সাল থেকে অনলাইনে খুঁজে পাওয়া যায়।
কী ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে, 'Decent Television' নামে একটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিও একটি লম্বা ভার্সন খুঁজে পাওয়া যায়। "শিবিরের শক্তি দেখুন !!! জামায়াত শিবিরের এত শক্তি দেখে অবাক সবাই" শিরোনামে ভিডিওটি ২০১৮ সালের ৬ আগস্টে পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখুন--
ইউটিউবের এই ভিডিওর সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
ভিডিওটির সময়কাল সম্পর্কে জানতে কী ওয়ার্ড ধরে সার্চ করেও উল্লেখসযোগ্য কোন সংবাদ পাওয়া যায়নি। আলোচ্য ভিডিওটিতে মিছিলটি ব্যানারে 'নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই ও গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশ ও কালো পতাকা মিছিল' লেখা দেখতে পাওয়া যায়। এছাড়া অন্য ব্যানার বা ফেস্টুনের লেখা অস্পষ্টতার কারনে পড়া যায়না। তবে মূল ভিডিওটিতে মিছিলের একাধিক ব্যানারের স্পষ্ট চিত্র রয়েছে। এরকম একটি ব্যানারে '৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্য বিশাল বিক্ষোভ সমাবেশ' লেখা দেখতে পাওয়া যায়। যা থেকে ধারণা করা যায়, মিছিলটি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে কোনো বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মিছিলটি সাম্প্রতিক নয় বরং ২০১৪ সালে থেকে ২০১৮ সালের মাঝামাঝি কোনো সময়ের।
সুতরাং পুরোনো একটি মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।