সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, যুক্তরাষ্ট্রের এমআইটিতে ইউসুফ নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি লাভের খবর প্রচার করতে দেখা গেছে। এছাড়া কিছু পেজ থেকে খবরটি শেয়ার করা হয়েছে 'ব্রেকিং নিউজ' হিসাবে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ জানুয়ারি "The Rising Campusd" নামের একটি ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের একটি লিংক পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা, "যুক্তরাষ্ট্রের এমআইটিতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন সিলেটের ইউসুফ"। অনলাইন পোর্টালের খবরের শিরোনামও একই। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি অন্তত চার বছরের পুরোনো। পাশাপাশি, শিক্ষাবৃত্তির পরিমাণকে টাকায় রূপান্তরে ভুল করা হয়েছে।
কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে দেখা গেছে, অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি চার বছর পুরোনো খবর থেকে কপি করা। মূলত ২০১৯ সালের ২১ আগস্ট সম্প্রচারমাধ্যম আরটিভির অনলাইন সংস্করণে "২৪ কোটি টাকার মার্কিন শিক্ষাবৃত্তি পেলেন ব্রিটিশ-বাংলাদেশি কিশোর" শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। যেখানে বলা হয়- "ক্যামব্রিজ কিংবা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি), হার্ভার্ড তাকে লুফে নিয়েছে। এমআইটি-তে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের (২৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা) শিক্ষাবৃত্তি পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদ।" যদিও শিক্ষাবৃত্তির পরিমাণকে টাকায় রূপান্তরে ভুল করা হয়েছে আরটিভির প্রতিবেদনটিতে। ২০১৯ সালে আড়াই লাখ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং-এর মূল বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকা ছিল না। ব্রিটিশ পাউন্ডের দাম ওঠানামা করলেও আড়াই লাখ পাউন্ডের মূল্য তিন কোটি টাকার নিচেই ছিল। স্ক্রিনশট দেখুন--
খবরটি প্রকাশিত তৎকালে খবরটি দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণেও প্রকাশিত হয়।
মূলত ২০১৯ সালে প্রকাশিত এই খবরটিকেই কপি করে সামান্য পরিবর্তন সহ সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে অনলাইন পোর্টাল ও ফেসবুক পোস্টগুলোতে।
অর্থাৎ চার বছর আগের একটি পুরোনো খবর কোনো তথ্য পরিমার্জন না করেই অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।