সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ভিডিওটি দু'জন মানুষের সাথে একটি রোবটের ব্যাডমিন্টন খেলার বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ ডিসেম্বর 'Nazmul Sarkar' নামে একটি আইডি থেকে একটি ব্যাডমিন্টন খেলার রিল ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দু'জন মানুষের বিপরীতে একটি রোবটকে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত আলোচ্য ভিডিওটি প্রযুক্তির সাহায্যে এডিট করে একপাশে মানুষের স্থানে রোবটের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম টিকটকে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর '@magicalmagicworld How does a robot play badminton against a duo ? 🏸🤖🏆👾 #ai #image #magic #aivideo #titoker #aiface #fyp #foruyou #future #futurenostalgiatour #tiktok #changeface #archer #robot #badmanton ♬ Upbeat Funk - FASSounds' ক্যাপশনে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে ভিডিওটির ক্যাপশনে 'এআই' এবং 'এআইফেস' হ্যাশট্যাগ দেয়া হয়েছে। অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে এডিটেড বলে ধারণা দিয়েছেন পোস্টকারী। টিকটক ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে 'Phalore bedmation club.' নামে একটি ফেসবুক পেজে ২০২১ সালের ২১ অক্টোবর পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে, আলোচ্য ভিডিওটিতে দেখানো রোবটটির স্থানে একজন মানুষকে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। ভিডিওটিতে দেখানো রোবটটি ছাড়া সম্পূর্ণ খেলা এবং খেলার মাঠের দৃশ্যপট অভিন্ন। অর্থাৎ, এই ভিডিওটির দৃশ্যগুলোর সাথে আলোচ্য ভিডিওটির মিল দেখা যায়। তবে, এখানে রোবটের জায়গায় একজন ব্যক্তিকে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে দেখা যায়। Phalore bedmation club-এর পেজে প্রাপ্ত ভিডিওটি দেখুন--
এবারে, আলোচ্য ভিডিও থেকে নেওয়া একটি কি-ফ্রেমের স্ক্রিনশট এবং ফেসবুক পেজে পাওয়া অরিজিনাল ভিডিওটি থেকে নেওয়া একটি কি-ফ্রেমের স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ মূল ভিডিওটিতে একপাশে থাকা একজন মানুষের স্থানে প্রযুক্তির সাহায্যে একটি রোবটকে প্রতিস্থাপন করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
এদিকে, আলোচ্য ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় তথ্য যাচাই সংস্থা বুম বাংলা। ওই ফ্যাক্টচেক প্রতিবেদনে আলোচ্য ভিডিওটিকে সিজিআই বা কম্পিউটার জেনারেটেড ইমেজরি নির্মিত বলে সাব্যস্ত করা হয়েছে। আর তথ্য যাচাই সংস্থা দি কুইন্ট আলোচ্য ভিডিওটিকে এআই জেনারেটেড বলে সাব্যস্ত করেছে।
অর্থাৎ কয়েকজন ব্যক্তির ব্যাডমিন্টন খেলার একটি ভিডিওতে একজন খেলোয়াড়ের স্থানে প্রযুক্তির সাহায্যে এডিট করে রোবট বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং মানুষের সাথে রোবটের ব্যাডমিন্টন খেলার একটি এডিটেড ভিডিওকে বাস্তব দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।