HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ব্রাজিল ফুটবল দল নিষিদ্ধের দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, ব্রাজিল ফুটবল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

By - Ummay Ammara Eva | 28 Dec 2023 3:45 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজে পোস্ট করে বলা হচ্ছে, ব্রাজিল ফুটবল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে ও এখানে

১৬ ঘন্টা আগে 'Sports Bd' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "সর্বনাশ, নিষিদ্ধ হলো ব্রাজিল ফুটবল টিম, খেপেছে সমর্থকরা | #sportsnews"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ব্রাজিল ফুটবল টিমকে কোনো প্রকার ফুটবল ম্যাচ খেলা থেকে নিষিদ্ধ করা হয়নি। সম্প্রতি ব্রাজিলের আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ থেকে এদনাল্ডো রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়। এর প্রেক্ষিতে ফিফার কার্যক্রমে তৃতীয় পক্ষের উপস্থিতির অভিযোগ করে ফিফার পক্ষ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়। তবে, এখন পর্যন্ত ব্রাজিল ফুটবল টিমকে ফুটবল ম্যাচ খেলা থেকে নিষিদ্ধ করার কোনো ঘোষণা দেয়নি ফিফা।

কি-ওয়ার্ড সার্চ করে গত ২৫ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম সিএনবিসি টিভি এইটিনের ওয়েবসাইটে  "FIFA threatens to ban Brazil from international competitions due to political interference in federation polls" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, "২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নতুন সভাপতি নির্বাচনে ফিফার কাজে হস্তক্ষেপ করলে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দেশটির জাতীয় দল এবং ক্লাবগুলির কার্যক্রম স্থগিত করতে পারে'- ফিফা (International Federation of Association Football) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)-কে এরকম একটি সতর্কবার্তা দিয়েছে।" ওই প্রতিবেদনটি থেকে আরো জানা যায়, "ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি আদালত ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-র প্রেসিডেন্ট এদনাল্ডো রদ্রিগেজকে নিজের নির্বাচনকালীর অব্যবস্থাপনার অভিযোগে গত ৭ ডিসেম্বর পদচ্যুত করে। পরবর্তীতে ব্রাজিলের আরো দুটি উচ্চ আদালত তাদের এই রায় বহাল রাখে।" অর্থাৎ, ব্রাজিলের ফুটবল কনফেডারেশন সিবিএফের সভাপতি নির্বাচন করে ফিফা। এই নির্বাচনে ব্রাজিলের আদালত হস্তক্ষেপ করতে পারবে না। তবে, সিবিএফের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সুতরাং, এখনো ব্রাজিল ফুটবল দলের নিষিদ্ধ হওয়ার কথা নয়। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে ব্রাজিলের গণমাধ্যম 'ও গ্লোবো'র ওয়েবসাইটে ২৯ মিনিট আগে "Strong warning' to CBF: understand why Brazil could be left out of competitions if it doesn't reinstate president" (অনূদিত) শিরোনামে সর্বশেষ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, সিবিএফের সভাপতি হিসেবে এদনাল্ডো রদ্রিগেজকে পুনর্বহাল না করলে তাদের সমস্ত প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে ব্রাজিলকে প্রত্যাহার করা হবে বলে ফিফা জানিয়েছে। এছাড়াও, ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, পরবর্তী সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচন অবশ্যই ফিফার পক্ষ থেকে প্রতিনিধি পরিদর্শন করে আসার পরে হতে হবে বলে শর্ত দিয়েছে ফিফা। স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ, ব্রাজিলের আদালতের পক্ষ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতির পদ থেকে এদনাল্ডো রদ্রিগেজকে অব্যাহতি প্রদান এবং পরবর্তী সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কিছু শর্ত জুড়ে দিয়েছে International Federation of Association Football (FIFA)। এই শর্তগুলো মানা না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন)-কে নিষেধাজ্ঞা দিতে পারে ফিফা। তবে, এখন পর্যন্ত ব্রাজিলের ফুটবল কনফেডারেশন বা ব্রাজিল ফুটবল টিমের উপরে কোনোপ্রকার নিষেধাজ্ঞা দেয়নি ফিফা। এছাড়াও, ব্রাজিল ফুটবল দল নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এরকম কোনো সংবাদ দেশি বা বিদেশী গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং ব্রাজিল ফুটবল টিমকে নিষিদ্ধ ঘোষণা করার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories