HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সেনাপ্রধানের নির্দেশে শেখ হাসিনা দেশে ফিরবে বলে ভিত্তিহীন তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত ৫ আগস্ট সেনাপ্রধানের দেয়া বক্তব্যের ভিডিও দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার তথ্য প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 1 Feb 2025 2:41 AM IST

সামাজিক মাধ্যম থ্রেডসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরবেন শেখ হাসিনা। এরকম একটি পোস্ট দেখুন এখানে। এছাড়াও, একই রকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৫ জানুয়ারি 'moralgonj_tv' নামে একটি থ্রেডস একাউন্ট থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "#@ব্রেকিং নিউজ সেনাপ্রধান ওয়াকারু জ্জামান এর নির্দেশ দেশে আসবে শেখ হাসিনা #foryouシ"। থ্রেডস পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আসার বা ফিরিয়ে আনার কোনো নির্দেশ দেননি। সেনাপ্রধানের গত ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণার ভিডিওকে ভিত্তিহীন দাবিতে প্রচার হচ্ছে।

আলোচ্য ভিডিওটির সম্পর্কে জানতে ভিডিওতে প্রাপ্ত তথ্যমতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর "'১৮ মাসের মধ্যে নির্বাচন, সরকারকে সহায়তা করে যাবে সেনাবাহিনী' | BD Army Chief | Reuters | Jamuna TV" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের উপস্থাপিকার বক্তব্যের সাথে আলোচ্য ভিডিওটির শুরুর কয়েক সেকেন্ডের মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওতে উপস্থাপিকাকে বলতে শোনা যায়, "দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান... প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহম্মদ ইউনূস যাতে ঠিকভাবে তার কাজ করতে পারেন সেজন্য যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকবেন।" আলোচ্য ভিডিওর শুরুর ক্লিপ এবং এই ভিডিওর শুরু অভিন্ন। পুরো ভিডিওতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View 


পরবর্তীতে আলোচ্য ভিডিওতে দেয়া সেনাপ্রধানের বক্তব্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্ট "অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, কথা দিলেন সেনাপ্রধান | Army Chief Speech | Caretaker | Jamuna TV" শিরোনামে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে বলতে শোনা যায়, "আপনারা জানেন যে, দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টেরিম গভমেন্ট আমরা ফর্ম করবো এবং ইন্টেরিম গভমেন্টের মাধ্যমে দেশের সমস্ত কার্যকলাপ চলবে।" তবে, ওই ভিডিওটিতেও সেনাপ্রধানকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিতে দেখা যায়নি। মূলত, গতবছরের কোটাবিরোধী আন্দোলনের পরে (যা পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়) তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান। আলোচ্য ভিডিওটিতে দেয়া সেনাপ্রধানের বক্তব্য মূলত ৫ আগস্টে দেয়া বক্তব্যের অংশ। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এদিকে, আলোচ্য ভিডিওতে সেনাপ্রধানের বক্তব্যের পর একজনকে আবহে কণ্ঠ দিয়ে বলতে শোনা যায়, বাংলাদেশের সেনাপ্রধান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন-- শেখ হাসিনাকে তিনি দেশে ফিরিয়ে এনে তাকে পুনরায় ক্ষমতায় বসাবেন এবং তাকে কেউ ঠেকাতে পারবেন না। কিন্তু এই তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে রয়টার্স সহ কোনো গণমাধ্যমে সেনাপ্রধানের এমন কোনো সাক্ষাৎকারের তথ্য খুঁজে পাওয়া যায়নি। রয়টার্সে সেনাপ্রধানের দেয়া সাক্ষাৎকারকে নিয়ে গত ২৪ সেপ্টেম্বর “১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হয়, সে জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। সেখানেও সেনাপ্রধানকে এমন কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। 

 অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শেখ হাসিনাকে দেশে ফিরে আসার বা ফিরিয়ে আনার নির্দেশ দেননি।

সুতরাং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান নির্দেশে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে থ্রেডসে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories