সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হচ্ছে যেখানে শয্যাশায়ী এক বয়োবৃদ্ধ নারীর কোলে একটি নবজাতক শিশুকে দেখা যাচ্ছে। ছবিটিতে দাবি করা হচ্ছে যে এই নারী ইতালিয়ান এবং তিনি ১০১ বছর বয়সে এই শিশুর জন্ম দিয়েছেন। ফেসবুকে বিভিন্ন অনলাইন পোর্টালের সূত্র ধরে পোস্টটি ছড়ানো হচ্ছে।
ফেসবুক পোস্ট ও বিভিন্ন অনলাইন পোর্টালের দাবি অনুযায়ী ছবির এই নারীর নাম আনাতোলিয়া ভার্তাদেলারম এবং তিনি ইতালির অধিবাসী। বলা হচ্ছে ১৬ সন্তানের এই মা ১০১ বছর বয়সে স্পার্ম ডোনারের সাহায্যে ডিম্বানু প্রতিস্থাপনের মাধ্যমে আবারো মা হয়েছেন।