সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও লাইভ মুডে প্রচার করে দাবি করা হচ্ছে, সরকার পতনের দাবিতে রাতেই রাজপথে ঝাপিয়ে পড়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নেতা কর্মীরা। ভিডিওতে সড়কবাতির আলোয় পুলিশের উপস্থিতিতে গণ অধিকার পরিষদের ব্যানারে একদল মানুষকে মিছিল করতে দেখা যাচ্ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ জানুয়ারি 'Today News' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও লাইভ মুডে পোস্ট করে শিরোনামে লেখা হয় "এইমাত্র পাওয়া || সরকার পতনের দাবিতে রাতেই রাজপথে ঝাপিয়ে পড়লো নুর বাহিনী"। দেখা যাচ্ছে, ফেসবুকে পাঁচ শতাধিক মানুষ লাইভে ভিডিওটি দেখছেন। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং অন্তত তিন মাস সপ্তাহ আগে এটি ইউটিউবে পোস্ট করা হয়েছিল।
ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর, গত বছর ৮ অক্টোবর 'News Barta' নামে একটি ইউটিউব চ্যানেলে "কারাবন্দীদের মুক্তি না দেওয়ায় রাতেই ঘেরাও" শিরোনামে আপলোড করা আলোচ্য ভিডিওর হুবহু একটি পুরোনো ফুটেজ খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ লাইভ মুডে প্রচার করা ভিডিওটি অন্তত তিন মাস পুরানো। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য ভাইরাল ভিডিওটির (বামে) এবং ইউটিউব চ্যানেলে ভিডিওর (ডানে) পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
ইউটিউবে পোস্ট করা ভিডিওটিতে একটি ব্যানার দেখা যায়, আলোচ্য ফেসবুক পোস্টেও ব্যানারটি দৃশ্যমান। যেখানে লেখা আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে স্মরণসভা থেকে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই মিছিল। সার্চ করার পর, দেশের একাধিক সংবাদমাধ্যমে গত বছরের ৭ অক্টোবর ‘শহীদ আবরার স্মৃতি সংসদ’ এর উদ্যোগে স্মরণসভায় ছাত্রলীগের সাথে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীকে সংঘর্ষের পর পরিষদের নেতা কর্মীদের পুলিশ আটক করার খবর প্রকাশিত হয়েছে। প্রতিবাদ মিছিলটি উক্ত ঘটনার। স্ক্রিনশট দেখুন--
সুতরাং অন্তত তিন মাস আগের একটি ভিডিওকে আজ রাতে চলমান বিক্ষোভের ভিডিও বলে লাইভ মুডে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।