HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধির খবরটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি শুধু শিল্প-কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য আড়াই গুণ বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

By - Ummay Ammara Eva | 18 Jan 2025 12:35 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বাসাবাড়িতে রান্না করার কাজে ব্যবহৃত গ্যাসের মূল্য দ্বিগুণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানেএখানে

গত ৯ জানুয়ারি 'প্রিয় জন্মভূমি গোপালগঞ্জ' নামে একটি ফেসবুক গ্রুপে 'Sharif Manik' নামে একটি একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "গ্যাসের দাম দ্বিগুন করার সিদ্ধান্ত। কষ্ট করে বাজার তো ঠিকই করলাম কিন্তু রান্না করবো কিভাবে?"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ দাবি করা হচ্ছে, বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ছে বা বাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


 ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত সম্প্রতি শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য আড়াই গুণ বৃদ্ধির সুপারিশ করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। তবে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের মূল্য বাড়ানোর জন্য কোনো প্রস্তাব করা হয়নি।

বাসাবাড়িতে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ৭ জানুয়ারি "শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে দুই বছর আগে শিল্পে ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল গ্যাসের। গত বছরও কিছুটা দাম বাড়ানো হয়েছিল। কিন্তু দুই বছর পরও শিল্পে গ্যাস–সংকট কাটেনি। এখন আবার সরবরাহ বাড়ানোর কথা বলে গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে চায় সরকার। জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে দাম বাড়াতে গতকাল সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।" স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে দৈনিক পত্রিকা দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে গত ৮ জানুয়ারি "‘গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সুখকর নয়, তারপরও বাড়াতে হবে’" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "শিল্পখাতে গ্যাসের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত সরকারের জন্য সুখকর নয়, তারপরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্যাপএক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।" স্ক্রিনশট দেখুন--



এছাড়া দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সন, অনলাইন পোর্টাল বাংলানিউজ ২৪বার্তা ২৪সারাবাংলা ডটকম এবং দৈনিক পত্রিকা জনকণ্ঠের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। মূলত দেশের শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তবে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়নি কিংবা মূল্যবৃদ্ধির কোনো প্রস্তাবও করা হয়নি।

অর্থাৎ শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করাকে কেন্দ্র করে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের মূল্যও বৃদ্ধি করা হচ্ছে বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং শুধু শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করাকে কেন্দ্র করে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসেরও মূল্যবৃদ্ধি করা হচ্ছে এমন দাবি সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

Tags:

Related Stories