HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

থ্রেডসে মেজর ডালিমের বরাতে ভিত্তিহীন মন্তব্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, মেজর (পরবর্তীতে লে. কর্নেল) শরিফুল হক ডালিমের উক্ত মন্তব্য করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

By - Ummay Ammara Eva | 1 Feb 2025 12:32 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে পোস্ট করে বলা হচ্ছে, বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর (পরবর্তীতে লে. কর্নেল) শরিফুল হক ডালিম বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দুইজন নারী ধর্ষিত হয়েছে, একজন আমার মা ও আরেকজন আমার বউ নিম্মি, এর বাইরে তো কাওকে দেখি নাই: মেজর ডালিম। এরকম একটি থ্রেডস পোস্ট দেখুন এখানে। এছাড়াও একই দাবিতে ফেসবুকে করা কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে

গত ৭ জানুয়ারি 'shamim_789' নামে একটি থ্রেডস একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "১৯৭১ এ দুইজন নারী ধ^র্ষিত হইসিলো,একটা আমার মা আরেকটা আমার বউ নিম্মি,এর বাইরে তো কাওকে দেখি নাই। -মেজর ডালিম"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মেজর ডালিম নামে খ্যাত সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল শরিফুল হক ডালিমের উক্ত মন্তব্য করার কোনো তথ্য গ্রহণযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

শরিফুল হক ডালিম আলোচ্য উক্তি করেছেন কি না জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে তার করা এরকম কোনো মন্তব্যের তথ্য গ্রহণযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিচালিত ইউটিউব চ্যানেল 'Elias Hossain'-এ "৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম) #eliashossain #মেজর_ডালিম" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে দীর্ঘদিন পর কোনো মাধ্যমে হাজির হয়ে সম্প্রতি লাইভে কথা বলেছেন মেজর ডালিম। ২ ঘন্টা ৩ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ১ ঘন্টা ৫৪ মিনিট ৫৮ সেকেন্ডে সাংবাদিক ইলিয়াস হোসেনের "দুই লক্ষ মা-বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়/। আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কী পরিমাণ নারীদেরকে পেয়েছিলেন যাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে?"- এরকম প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, "আমি তো মাত্র দুইজন নারীকে দেখেছি। আর কী বলবো? আমার এভাবে বলাটা ঠিক হবে না। কারণ, তাদের ইজ্জত আমি কেন ভুলুণ্ঠিত করতে যাবো? আমি তাদেরকে এক্সপোজ করলাম (করতে চাননি)। তবে, আমি দুজনকে পেয়েছিলাম। তাদেরকে সাহায্যও করেছি যতটুক সম্ভব।" তবে, ওই সম্পূর্ণ ভিডিওতে মেজর ডালিম তার মা এবং স্ত্রীর ধর্ষিত হওয়ার কোনো তথ্য দেননি বা এরকম কোনো মন্তব্যও করেননি। এছাড়াও, উক্ত ইউটিউব চ্যানেলে ছাড়া সম্প্রতি শরিফুল ইসলাম ডালিমকে আর কোথাও বক্তব্য দিতেও দেখা যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মেজর ডালিম এমন কোনো বক্তব্য দেননি বরং সম্প্রতি তার দেয়া একটি লাইভ সাক্ষাৎকারের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

সুতরাং এক প্রশ্নের জবাবে মেজর ডালিমের দেয়া এক বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories