ফেসবুকে একটি পোস্ট কিছু প্রোফাইল ও গ্রুপে দেখা যাচ্ছে যেখানে সবাইকে বিশ্ব ব্যাংকের একটি লটারিতে অংশগ্রহণ করতে বলা হচ্ছে।
Ara Ferdous নামক একটি আইডি থেকে 'বাংলাদেশী সকল লটারি ফলাফল' নামক ফেসবুক গ্রুপে পোস্ট করা লেখাটি হচ্ছে--
"বিশ্বব্যাংক এর পক্ষ থেকে লটারি
আপনার ঘরে থেকে আবেদন করুন এবং 24 ঘন্টা মধ্যে একটি নগদ ১০ -হাজার টাকা পুরস্কার জিতুন , আমরা মানুষকে সাহায্য করার জন্য পোস্ট করি কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক মানুষকে কাজ করতে বাধা দিয়েছে। লটারির ফলাফল জানতে জয়েন করেন এই দুইটা লিংক এ।"
যদিও আবেদনের কোন সুনির্দিষ্ট নিয়মের কথা উল্লেখ নেই। এছাড়া সেখানে নামের সাথে মিলিয়ে যেকোন অক্ষর বেছে নিলে উপহার পাওয়া যাবে বলেও দাবি করা হয়। ইংরেজি অক্ষরের এ থেকে জেড পর্যন্ত প্রতিটি অক্ষরের সাথে ডলারে ডিজিট দেয়া আছে যা উপহার হিসেবে দেয়া হবে।
উক্ত অর্থ উপহার পাওয়ার জন্যে উক্ত পোস্টটি অন্তত ৮/১০টা গ্রুপে শেয়ার করতে হবে বলেও পোস্টটিতে জানানো হয়।
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা যায়, বিশ্বব্যাংকের এরকম কোন লটারি ঘোষণার খবর কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। বিশ্বব্যাংকের এরকম কোন কর্মসূচীও নেই। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে এমন কোনো ঘোষণার তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও যেই উপায়ে লটারির নিয়ম ঘোষণা করা হয়েছে তা বিশ্বব্যাংকের মত প্রতিষ্ঠানের হওয়ার কোন সম্ভাবনা নেই। প্রকৃতপক্ষে লটারীর কোন সুনির্দিষ্ট প্রক্রিয়াই বলা হয়নি।
তাছাড়া উক্ত গ্রুপটিতে ধারাবাহিকভাবে এরকম লটারির পোস্ট থাকলেও কারো লটারি জয়ের কোন খবর সেখানে পাওয়া যায়নি। যেই ফেসবুক গ্রুপে যুক্ত হতে বলা হচ্ছে সেই গ্রুপে বিভিন্ন আপত্তিকর পোস্ট করতে দেখা যায়।
ফলে বিশ্বব্যাংকের নামে দাবি করা এসব লটারির খবর ভিত্তিহীন এবং এসব পোস্ট সামাজিক মাধ্যমে মানুষকে বিভ্রান্তিতে ফেলার মাধ্যমে প্রতারণার সম্ভাবনা থাকে।