HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর ভুয়া খবর অনলাইনে

বুম বাংলাদেশ দেখেছে, খবরটির শিরোনামে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর দেয়া হলেও খবরের বিষয়বস্তু ভিন্ন।

By - Md Abdullah Khan | 6 Aug 2022 9:29 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা এবং 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মারা গেছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৪ আগস্ট 'Md Nuralom Ko' নামের একটি ফেসবুক পেজ থেকে খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর নেই তিনি না ফেরার দেশে চলে গেছেন"। পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরের বিষয়বস্তুতে লেখা হয়েছে, "কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর নেই তিনি না ফেরার দেশে চলে গেছেন"-! মঙ্গলবার ছিল ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ারের জন্মদিন। চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়িকা ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। প্রয়াত এ অভিনেত্রীর জন্মদিন দোয়া-মাহফিল ও কেক কেটে পালন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।" খবরের স্ক্রিনশট দেখুন--

খবরটির আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর বিষয়বস্তুর খবরটিও ভিন্ন।

বিভিন্ন কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে দেখা গেছে, অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি কপি করা। মূলত গত ২১ জুলাই সংবাদমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে "তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন: ইলিয়াস কাঞ্চন" শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়- "মঙ্গলবার ছিল ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ারের জন্মদিন। চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়িকা ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। প্রয়াত এ অভিনেত্রীর জন্মদিন দোয়া-মাহফিল ও কেক কেটে পালন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে এদিন রাত ৮টার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে কেক কাটা হয়।" স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটিকেই সামান্য পরিবর্তনসহ কপি করে শিরোনাম বদলে আলোচ্য অনলাইন পোর্টাল এবং ফেসবুক পোস্টগুলোতে প্রকাশ করা হয়েছে।

বুম বাংলাদেশের তরফ থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের সুস্থতার কথা জানান এবং অখ্যাত অনলাইন পোর্টালের খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেন।

অর্থাৎ অখ্যাত পোর্টালে প্রকাশিত খবরের শিরোনামের সাথে বিষয়বস্তুর কোনো মিল নেই। খবরটির শিরোনামে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর সংবাদ দেয়া হলেও খবরে বিস্তারিত অংশে সে সম্পর্কিত কোনো তথ্য নেই।

সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে কোনো তথ্য উল্লেখ না করেই করে, ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে একাধিক অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।

Related Stories