সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, হামাসের ইসরায়েল হামলার ক্লিপ এটি৷ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৫ মে 'Masood sayedee-মাসুদ সাইদী' নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যার ক্যাপশনে বলা হয়, ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে হামাস। দেখুন স্ক্রিনশট-
ক্যাপশন পড়ে মনে হতে পারে এটি ইসরায়েল ও হামাস মধ্যকার সাম্প্রতিক সংঘাতের কোনো ভিডিও ক্লিপ। ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে হাজারের অধিক শেয়ার হয়েছে৷
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি চলমান হামাস-ইসরায়েলের সংঘাতের নয়। রিভার্স-ইমেজ সার্চ করে দেখা গেছে, ২০২০ সালের জুলাই মাসে মিশরের কায়রো শহরের নিকটে তেলের পাইপলাইনের অগ্নিকাণ্ডের ভিডিও এটি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয় ২০২০ সালের ১৫ জুলাই
ভিডিওটির ডেসক্রিপশনে বলা হয়, মিশরের রাজধানী কায়রোতে তেলের পাইপলাইন বিস্ফোরণ ঘটলে ২০ এর অধিক গাড়ি ভস্মীভূত হয় এবং ১৭ জন আহত হয়।
এছাড়া Sky News, Gulf News সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঘটনাটির ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছিল।
এছাড়া দ্য স্কাই নিউজের প্রতিবেদনেও এই ভিডিওটি পাওয়া গেছে। দেখুন এখানে।
আরব নিউজ এ ২০২০ সালের ১৪ জুলাই-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কায়রো-ইসমাইলিয়া মরুভূমির হাইওয়েতে অপরিশোধিত তেলের ( Crude Oil) পাইপ ফেটে আগুন ধরে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে৷ তবে এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ প্রতিবেদনটির লিঙ্ক এখানে।