HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করা হয়নি

বুম বাংলাদেশ দেখেছে, নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত হয়নি বলে জানানো হয়েছে।

By - Tausif Akbar | 6 Jan 2024 9:46 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গতকাল ৫ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'যমুনা টেলিভিশন' এর ভেরিফাইড ফেসবুক পেজ 'Jamuna Television' থেকে "ব্রেকিং নিউজ। গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে ইসি” ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



একই বিষয়ে সংবাদ প্রকাশ করে পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছে নিউজবাংলা২৪ ও একাত্তর টেলিভিশন (আর্কাইভ)। এছাড়াও শিরোনাম পরিবর্তন করেছে অনলাইন পোর্টাল ঢাকাপোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত হয়নি বলে জানানো হয়।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'আরটিভি' এর অনলাইন সংস্করণে গত ৫ জানুয়ারি "গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্য সঠিক নয়" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, "গণমাধ্যমে গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এদিকে, প্রেস বিজ্ঞপ্তিটি খুঁজে পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও তাদের ফেসবুক পেজে সার্চ করে তা পাওয়া যায়নি। তবে ঢাকা প্রকাশের অনলাইন ভার্সনে নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিটির একটি স্ক্যান ছবি পাওয়া গেছে। দেখুন প্রেস বিজ্ঞপ্তিটি--



পাশাপাশি, অনলাইন সংবাদমাধ্যম 'বিডিনিউজ২৪'-এ গত ৫ জানুয়ারি "গাইবান্ধা-৫: ভোট বন্ধ হয়নি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকৃতপক্ষে মাননীয় কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৩ গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।"

এছাড়াও আরো উল্লেখ করা হয়, "কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, গাইবান্ধা-৫ আসনে ভোট নির্বাচন কমিশন বন্ধ করেছে, এ ধরনের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এই খবরটি ভিত্তিহীন।"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করা হয়নি।

উল্লেখ্য, পক্ষপাতের অভিযোগে এক প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। সেই সঙ্গে ওই আসনে গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরও নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখতে বলা হয় আদালতের আদেশে

প্রসঙ্গত দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ হয়নি শিরোনামের সংবাদের লিংক প্রচারের ক্ষেত্রে পোস্টের ক্যাপশনে বিভ্রান্তি দেখা গেছে। নিউজ লিংকের শিরোনাম ও ফেসবুকে দেয়া লিংকের সাথে যুক্ত করা পোস্টের বর্ণনার মধ্যে তথ্যের পার্থক্য ছিল অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ও বিপরীত তথ্য ছিল। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত করার দাবিটি ভিত্তিহীন।

সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করা হয়েছে--এমন দাবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories