HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেননি বিরাট কোহলি

বুম বাংলাদেশ দেখেছে, কোহলি রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে গেছেন দাবি করে প্রচারিত ছবিগুলোর কিছু পুরোনো ও কিছু এআই জেনারেটেড।

By - Tausif Akbar | 31 Jan 2024 7:46 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ছবি পোস্ট করে বলা হচ্ছে, অযোধ্যায় গত ২২ জানুয়ারি আলোচিত রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২২ জানুয়ারি 'সমস্ত কিছু একসাথে সবার সাথে' নামের একটি ফেসবুক পেজ থেকে "রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার জন্য অযোধ্যায় পৌঁছেছেন বিরাট কোহলি" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



একই দাবিতে আরো কয়েক ধরণের ছবি ব্যবহার করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। তিনটি পোস্টের কোলাজ চিত্র দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দেশটির অযোধ্যায় সম্প্রতি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাননি বরং আলোচ্য পোস্টের ছবিগুলোর মধ্যে রয়েছে কোহলির পুরোনো ছবি এবং এআই জেনারেডেট ছবি।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'-তে গত ২৩ জানুয়ারি "Anushka Sharma and Virat Kohli's absence from Ayodhya Ram Mandir 'Pran Pratishtha' ceremony sparks speculations" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেননি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা" (অনূদিত ও সংক্ষেপিত)।

এদিকে আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'-তে আলোচ্য ছবি সহ কয়েকটি ছবি যুক্ত স্টোরি ভিত্তিক (ফরম্যাটের) প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য ছবির বর্ণনায় উল্লেখ করা হয়, "এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঋষিকেশে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির আশ্রমে কাটানো সময়ের ছবি" (অনূদিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, ভারতীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান 'বুম লাইভ'-এ গত ২৪ জানুয়ারি "বিরাট কোহলি রামমন্দির উদ্বোধনে যোগ দেওয়ার দাবিতে ছড়াল পুরোনো ভিডিও" (অনূদিত) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "বিরাট কোহলির চার মাস আগের তথা ২০২৩ সালের সেপ্টেম্বরের গণেশ চতুর্থীর সময়কার ছবি ও ভিডিও অযধ্যার রামমন্দির উদ্বোধনের ছবি-ভিডিও বলে প্রচার করা হয়েছে" (অনূদিত ও সংক্ষেপিত)। তথ্য যাচাই প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



বিরাট কোহলির রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার দাবি করে প্রচারিত এআই ছবি নিয়ে 'বুম লাইভ' এর আরো একটি তথ্য যাচাই প্রতিবেদন দেখুন এখানে। তথ্য যাচাই প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এছাড়াও একই দাবিতে বিরাট কোহলির আরো যে দুটি ছবি যুক্ত (একত্রে) পোস্ট পাওয়া গেছে সেগুলো পর্যবেক্ষণে ছবির মধ্যকার বিভিন্ন বিষয়ে এআই জেনারেটেড ছবির বৈশিষ্ট্য পাওয়া গেছে। পাশাপাশি এআই ছবি শনাক্তকারী টুলসও ছবিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই জেনারেটেড ছবি হিসেবে শনাক্ত করেছে।

অর্থাৎ বিরাট কোহলি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেননি।

সুতরাং ফেসবুকে বিরাট কোহলির পুরোনো এবং এআই জেনারেটেড ছবি ব্যবহার করে তিনি রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories