HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি কি খুলনা জেলা জামায়াত আমীরের?

বুম বাংলাদেশ দেখেছে, সুত্রবিহীন এই ভিডিওটি টিকটক-টুইটারে ভাইরাল হয়েছে তবে কোথাও এটি বাংলাদেশের বলে দাবি করা হয়নি।

By - BOOM FACT Check Team | 7 Feb 2022 9:06 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে টুপি-পাঞ্জাবি পরা দাড়ি আছে মাওলানা সদৃশ এক ব্যক্তির নারীদের সাথে নাচের ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিম কাশেমীর ভিডিও এটি। দেখুন এমন তিনটি লিংক এখানে, এখানে এবং এখানে। 

গত ৩০ জানুয়ারি 'M - Force' নামের পেজ থেকে ১৮ সেকেন্ডের এমন একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "বিদেশে ঘুরতে গিয়ে খুলনা জেলা জামাতের আমীর মাওলানা আব্দুল হালিম কাশেমীর অশ্লীল নাচের ভিডিও ফাঁস!" তবে এই দাবিটির পক্ষে কোনো তথ্যসুত্র পোস্টে উল্লেখ করা হয়নি। দেখুন ভিডিওটির একটি স্ক্রিনশট--


এরকম আরেকটি ভিডিওর স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, উক্ত ভিডিও-সংশ্লিষ্ট দাবিটি বিভ্রান্তিকর। প্রথমত, রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে ভিডিওটি বিভিন্ন দেশের একাধিক টিকটক, টুইটার প্রোফাইলে খুঁজে পাওয়া গেছে। fanoos_shaab নামের টিকটক আইডিতে এই ভিডিওটির দীর্ঘতর (২৪ সেকেন্ডের) একটি ভার্সন পাওয়া গেছে। দেখুন--


ভিডিওটি দেখুন এই লিংকে

এছাড়া একই টিকটক আইডিতে ভিডিওটির আরো দুটি পর্ব পাওয়া গেছে যেখানে একই নারীদ্বয়ের সাথে নাচতে দেখা যায় পাঞ্জাবি পরা ওই ব্যক্তিকে। দেখুন একই ভিডিও এর আরেকটি ভার্সন–


এই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "#pakistan #pakistani #pakistani_tik_tok #Mollah #Shaikh #dancer #clubing"। অর্থাৎ দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তান সম্পর্কিত।

একই আইডি থেকে একই নাচের আরেকটি ভার্সনও আপলোড করা হয়েছে। দেখুন এখানে

একই ভিডিও গত ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়া-ভিত্তিক একজন ইমামের টুইটার আইডি থেকেও পোস্ট করা হয়। সেখানে ভিডিওটির ক্যাপশন ছিল, What on God's earth is going on?

দেখুন--

একইভাবে একদিন আগে অর্থাৎ ২৮ জানুয়ারি 'Riya' নামের আরেকটি আইডি থেকেও পোস্ট করা হয়েছে। কিন্তু কোথাও এটিকে বাংলাদেশের কোনো ব্যক্তির ভিডিও বলে দাবি করা হয়নি। দেখুন--



তবে বাংলাদেশের ফেসবুক পেজগুলো থেকে এই ভিডিও পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর খুলনা জেলার আমীর 'মাওলানা আব্দুল হালিম কাশেমী'র ভিডিও। কিন্তু নানাভাবে সার্চ করেও 'মাওলানা আব্দুল হালিম কাশেমী' নামে জামায়াতে ইসলামীর খুলনার কোনো নেতার নাম পাওয়া যায়নি। বরং মূলধারার সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদনে খুলনা জেলা জামায়াতের আমীর হিসেবে 'মাওলানা এমরান হোসাইন' এর নাম পাওয়া গেছে। দেখুন ২০২১ সালে এ সংক্রান্ত নয়াদিগন্তের একটি প্রতিবেদন--


প্রতিবেদনটি পড়ুন এখানে। একই প্রতিবেদনে খুলনা মহানগরীর আমির হিসেবে নাম পাওয়া যায় মাওলানা আবুল কালাম আজাদ এর।

এর বাইরে ২০১৯ সালে সমকাল অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে খুলনা দক্ষিন জেলা জামায়াতের আমিরের নাম পাওয়া গেছে। 'আ খ ম তমিজ উদ্দিন' নামের সেই ব্যক্তি একাধারে কয়রা উপজেলার চেয়ারম্যানও ছিলেন। কিন্তু এসব প্রতিবেদনে 'আব্দুল হালিম কাশেমী' নামের কোনো জামায়াত নেতার অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে 'আব্দুল হালিম কাশেমী' নামটি আলাদাভাবে সার্চ করে এ নামে একাধিক ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেছে। তার মধ্যে একজন হলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত ফেনীর ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক 'মাওলানা আব্দুল হালিম কাসেমী'। দেখুন ইনকিলাবের প্রতিবেদনটি এখানে

তাছাড়া, 'মুফতি আব্দুল হালিম কাসেমী' নামেও আরেকজন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেছে যিনি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সাথে জড়িত। দেখুন এখানে। কিন্তু এদের কোনো ছবি পাওয়া যায়নি। তবে তারা খুলনা জামায়াতের রাজনীতির সাথে সংশ্লি এমন তথ্য কোথাও পাওয়া যায়নি।

অর্থাৎ সুত্রবিহীন ভাইরাল একটি ভিডিওকে খুলনা জেলা জামায়াতের আমীর 'আব্দুল হালিম কাসেমী' বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories