HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বলিউড অভিনেতা শাহরুখ খানের পুরোনো ছবি এডিট করে ভাইরাল

বুম বাংলাদেশ দেখেছে, শাহরুখ খানের ভাইরাল ছবিটি ২০১৭ সালে অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন অনুষ্ঠানে যোগ দেয়ার সময়ে তোলা।

By - Md Abdullah Khan | 27 Oct 2021 9:15 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে শাহরুখ খানের ছবি পোস্ট করা হচ্ছে। ছবিটিতে মাদক মামলায় কারাগারে যাওয়া পুত্র আরিয়ান খানকে মুক্তির চেষ্টারত অবস্থার অর্থাৎ সাম্প্রতিক ছবি এটি। ছবিতে উদ্বিগ্ন শাহরুখ খানকে, চোখ লালচে চোখের নিচে কালো দাগ পরা দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

গত ২৪ অক্টোবর "Mahabur Alam Shohag" নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "সন্তান বিপ‌দে থাক‌লে বাবারা ভা‌লো থাক‌তে পা‌রে না। কিং খানদের ম‌তো মানুষগু‌লো বিপ‌দে পড়‌লেও বিধ্বস্ত খানে প‌রিণত হন। আল্লাহ সবাই‌কে বিপদমুক্ত রাখুন। আ‌মিন।" অর্থাৎ পোস্ট করার তারিখ এং ক্যাপশন দেখে মনে হচ্ছে পুত্র আরিয়ান খানকে মুক্তির চেষ্টারত সাম্প্রতিক ছবি এটি। 

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি সাম্প্রতিক নয়। ২০১৭ সালে অভিনেত্রী আলিয়া ভাটের ২৪তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেয়ার সময় ছবিটি ধারন করা মূল ছবিটি কিছুটা এডিট করে বিভিন্ন দাবিতে সাম্প্রতিক তারিখ ভাইরাল করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

রিভার্স ইমেজ সার্চ করার পর, ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম 'দ্য কুইন্ট'-এর ২০১৭ সালের ১৬ মার্চ "Here's What Happened When SRK's Car Injured a Photographer" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন ছবিটি খুঁজে পাওয়া গেছে। একই তারিখে প্রকাশিত সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও ছবিটি যুক্ত করতে দেখা যায়। 'দ্য কুইন্ট'-এর প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিনে তাঁর বাসায় যাওয়ার সময় শাহরুখের গাড়িতে এক চিত্রগ্রাহক আঘাত প্রাপ্ত হলে, শাহরুখ তার দেহরক্ষীকে দিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠান এবং চিকিৎসার ব্যবস্থা করেন। অর্থাৎ ছবিটি সাম্প্রতিক নয়। খবরটির স্ক্রিনশট দেখুন-  

খবরটি পড়ুন এখানে

ভালোভাবে যাচাই করে বুম ভাইরাল ছবিটি এডিট করা বলেও নিশ্চিত হয়েছে।  কাঁচাপাকা দাড়ি-গোঁফসহ উদ্বিগ্ন চেহারার শাহরুখের লালচে চোখ এবং নিচে কালো দাগ ২০১৭ সালে গণমাধ্যমে প্রকাশিত মূল ছবিটিতে না থাকলেও ভাইরাল ছবিতে তা দেখা যাচ্ছে। তুলনা করার জন্য ভাইরাল ছবিটি এবং ২০১৭ সালে প্রকাশিত মূল ছবির পাশাপাশি স্ক্রিনশট দেখুন- 

ভাইরাল ছবি (বামে) এবং ২০১৭ সালে প্রকাশিত মূল ছবির (ডানে) পাশাপাশি স্ক্রিনশট

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খানকে নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে ২ অক্টোবর গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই তার জামিনের জন্য চেষ্টা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এ সংক্রান্ত বিবিসি বাংলা-এ প্রকাশিত খবরের স্ক্রিনশট দেখুন-

খবরটি পড়ুন এখানে

অর্থাৎ বলিউড অভিনেতা শাহরুখ খানের ৪ বছর পুরোনো একটি ছবিকে এডিট করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories