সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বিভিন্ন পেজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে সম্প্রতি ফ্রান্সে মহানবী (সাঃ) এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে কুয়েতে বিরাট বিক্ষোভ
অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ অক্টোবর একটি পেজ থেকে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "ফ্রান্সে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ স.'র ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কুয়েতে বিক্ষোভ।" ফেসবুকে ভিডিওটি ৩০ হাজারের বেশী কেবল শেয়ারই হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুমের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি সম্প্রতি ফ্রান্সে মহানবী (স) এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আয়োজিত কোন বিক্ষোভের নয়। বরং উক্ত ভিডিওটির একাধিক ভার্সন ইউটিউবে পাওয়া যায় যা ২০১৯ সালের নভেম্বরের ১০ তারিখে আপলোড করা হয়। এরকম একটি ভিডিও ভয়েস অফ আমেরিকার চ্যানেলে আপলোড করা হয় একই দিনে যার শিরোনাম ছিলঃ Muslims in Yemen Celebrate Prophet Mohammad's birthday অর্থাৎ টাইটেলমতে ভিডিওটি মহানবী (সাঃ) এর জন্মবার্ষিকীতে ইয়েমেনে ধারণকৃত। দেখুন এখানে।
এরকম আরবী ক্যাপশন সম্বলিত আরেকটি ভিডিও ইউটিউবে পাওয়া যায় এবং সেখানেও দাবি করা হয় ভিডিওটি ইয়েমেনে মহানবী (সাঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধারণ করা। দেখুন এখানে।
এছাড়া গেটি ইমেজেও এই ভিডিওটি পাওয়া যায় সেখানেও একই জায়গার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সেখানেও তারিখ হিসেবে ২০১৯ সালের ১০ নভেম্বর দেয়া আছে। দেখুন এখানে।
সুতরাং, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০১৯ সালে নভেম্বরে ইয়েমেনে ধারণকৃত। তাই উক্ত ভিডিওকে সাম্প্রতিক সময়ের কুয়েতের বলে করা দাবীটি ভুয়া।