সামাজিক মধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভাঙচুরকৃত মসজিদের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ নভেম্বর 'Md Meheraj' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদ 😭 জিন্দা অলির মুরিদ রা তোমারা এখন কি বলবা ?"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদের নয়। প্রকৃতপক্ষে, ত্রিপুরার কদমতলা নামক স্থানে অবস্থিত একটি মসজিদের ভাঙচুর পরবর্তী ভিডিওকে বাংলাদেশের শেরপুরের মুরশিদপুর দরকার শরীফের মসজিদে ভাঙচুরের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ৯ অক্টোবর 'Tanjil sarkar' নামে একটি এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে বলা হয়, "This is from Tripura, Kadamtala. There was a planned attack on "Kadamtala Bazaar Mosque" the Mosque was vandalised and other books including the Holy "Quran" were burnt."(এটি ত্রিপুরার কদমতলার ভিডিও। "কদমতলা বাজার মসজিদ" এ পরিকল্পিত হামলা হয়েছে, মসজিদ ভাঙচুর করা হয়েছে এবং পবিত্র "কুরআন" সহ অন্যান্য বই পুড়িয়ে ফেলা হয়েছে।)। এক্স পোস্টটি দেখুন--
আরো সার্চ করে গত ১১অক্টোবর "hyderabaddeccannews" নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে "Masjid in Kadamtala, Tripura" ক্যাপশনে করা একটি পোস্টেও আলোচ্য ভিডিওটির মত একটি খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম সিয়াসাত ডেইলির ওয়েবসাইটে গত ১০ অক্টোবর "1 killed amid communal clash in Tripura; Mosque vandalized, shops looted" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য ভিডিওটিতে দেখানো মসজিদের ছবি যুক্ত করা থাকতে দেখা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "Anti-Muslim violence occurred in Tripura’s Kadamtala area on the weekend and led to the death of one Muslim man, and others being hospitalized with critical injuries. The unrest began on Sunday, October 7, when a dispute over contributions for the ongoing Hindu festival Durga Puja escalated into violent clashes between two communities." (ত্রিপুরার কদমতলা এলাকায় মুসলিম বিরোধী সহিংসতা ঘটে এবং এতে একজন মুসলিম ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বাকীদের হাসপাতালে ভর্তি করা হয়। চলমান হিন্দু উৎসব দুর্গা পূজার জন্য চাঁদা নিয়ে বিরোধে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে রূপ নিলে গত ৭ অক্টোবর অস্থিরতা শুরু হয়।)। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশের নয়। ভিডিওটি ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলা নামক একটি বাজারের মসজিদে ভাঙচুরের পর ধারণ করা হয়।
সুতরাং ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলা বাজারের মসজিদ ভাঙচুরের দৃশ্যকে বাংলাদেশের মুরশিদপুর দরবার শরীফের মসজিদে ভাঙচুরের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।