সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, এটি সাম্প্রতিক মুম্বাই অভিমুখে লং মার্চ তথা তিরাঙ্গা র্যালির ভিডিও। এরকম একটি পোস্ট দেখুন এখানে। ফেসবুকে আলোচ্য ভিডিওটি বা ভিডিওটির স্থিরচিত্র ব্যবহার করে সংবাদ প্রচার করেছে মাছরাঙা টেলিভিশন, দৈনিক কালবেলা, যমুনা টেলিভিশন, মাই টিভি, বাংলা টিভি, চ্যানেল ২৪ ও দৈনিক যায়যায়দিন।
গত ২৫ সেপ্টেম্বর 'mohammad_sojib01' ইউজারনেম এর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "এভাবে একদিন পৃথিবীতে কালেমার পতাকা উড়বে. ইনশাআল্লাহ! স্থান: মুম্বাই, ভারত #ChaloMumbai"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে প্রকাশিত গণমাধ্যমের ভিডিও, স্থিরচিত্র ও ফটোকার্ডের কোলাজ দেখুন--
প্রতিবেদনগুলোর আর্কাইভ কপি দেখুন-- চ্যানেল২৪, যমুনা টেলিভিশন, যায়যায়দিন, বাংলা টিভি, মাছরাঙা টেলিভিশন, দৈনিক কালবেলা ও মাইটিভি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য প্রচারিত ভিডিওটি ভারতের সাম্প্রতিক সময়ের আলোচিত মুম্বাই অভিমুখে লং মার্চ বা তিরাঙ্গা র্যালির ভিডিও নয়। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসের সফরের সময়ের ভিডিও।
ভিডিওটি থেকে কি-ফ্রেম জেনারেট করে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে দুইটি (১, ২) ভিন্ন ভিন্ন গত ১১ সেপ্টেম্বর আলোচ্য ভিডিওটি সহ প্রকাশিত রিলস পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ভিডিওটি ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে ধারণ করা (অনূদিত ও সংক্ষেপিত)। ফেসবুক পোস্ট দুইটির স্ক্রিনশটের কোলাজ দেখুন--
দেখা যাচ্ছে, আলোচ্য ভিডিওটি গত ১১ সেপ্টেম্বর থেকেই অনলাইনে রয়েছে। এদিকে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তিহাদুল মুসলিমীন (AIMIM) এর নেতা এবং সাবেক সংসদ সদস্য সদস্য ইমতিয়াজ জলিল 'তিরাঙ্গা সংবিধান র্যালি' শুরু করেন আরো কয়েকদিন পরে (গত ২৩ সেপ্টেম্বর)।
অর্থাৎ, ভিডিওটি ভারতের সাম্প্রতিক সময়ের আলোচিত মুম্বাই অভিমুখে লং মার্চ বা তিরাঙ্গা র্যালির ভিডিও নয়।
প্রচারিত ভিডিওটি কোন ঘটনার?
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আলোচ্য ভিডিওটির দৃশ্যপটের আরেকটি ভিডিও পাওয়া যায়। পাশাপাশি সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গত ১৬ সেপ্টেম্বরে প্রকাশিত আলোচ্য ভিডিওটি (রিভার্স করা) সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, পূর্ব তিমুরে গত ৯ সেপ্টেম্বর পোপ ফ্রান্সিসের সফরের সময়ের ভিডিও। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যমে (১, ২, ৩) উক্ত তথ্যটির সত্যতা পাওয়া যায়। এমনকি এই তথ্য অনুযায়ী আলোচ্য ভিডিওটির (পূর্ব তিমুরের একটি সড়কের) স্থানটিও গুগল ম্যাপের স্ট্রিট ভিউ সংস্করণে খুঁজে পাওয়া যায়। ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট ও গুগল স্ট্রিট ভিউ এর স্ক্রিনশটের মধ্যকার মিল দেখুন--
অর্থাৎ আলোচ্য প্রচারিত ভিডিওটি পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসের সফরের সময়ে ধারণ করা।
প্রসঙ্গত, গত আগস্টের মাঝামাঝি ভারতের মহারাষ্ট্রের মহন্ত (হিন্দু সম্প্রদায়ের উপাসানালয়ের প্রধান) ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের নবীকে নিয়ে কটুক্তি করে। এ কারণে তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় অন্তত ৫০ টি মামলা হয়েছে। পরবর্তীতে বিজেপি এমএলএ নিতেশ রানে গত ২ সেপ্টেম্বর দেওয়া এক বক্তব্যে মহারাজের ক্ষতি করার চেষ্টা মুসলিমদের মসজিদে প্রবেশ করে ধরে ধরে মারবো- এমন মন্তব্য করেন। নিতেশ রানের বিরুদ্ধেও দুইটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এমন মন্তব্যের প্রতিবাদে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তিহাদুল মুসলিমীন (AIMIM) এর নেতা এবং সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল মহারাষ্ট্রের সম্ভাজিনগর থেকে অন্তত ১২,০০০ আন্দোলনকারীদের নিয়ে মুম্বাই অভিমুখে 'তিরাঙ্গা সংবিধান র্যালি' আয়োজন করেন।
সুতরাং সামাজিক মাধ্যমে পূর্ব তিমুরের ভিডিও সাম্প্রতিক ভারতের মুম্বাইয়ে হওয়া তিরাঙ্গা র্যালির বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।