সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে অনন্যা পান্ডের একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় অভিনেত্রী অনন্যা পান্ডে বাংলাদেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শুভেচ্ছা জানাচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৬ জুলাই "Hero Alom" নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় হিরো আলমকে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ভিডিওটি পোস্ট করে লেখা হয় "Thanks"। ভিডিওতে অনন্যা পান্ডেকে বলতে শোনা যায় "Hi Ashraful Alom! I heard It's your exams. Wish you the very best of luck. I’m sure you have a bright future ahead. Just keep working hard and you will be just…………"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ পোস্টটি দেখে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই মনে করবেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সরাসরি হিরো আলমকে শুভেচ্ছা জানিয়েছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। হিরো আলমকে সরাসরি শুভেচ্ছা জানাননি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে বরং ভিডিওটি অন ডিমান্ড সেলিব্রিটি ভিডিও মেসেজ সার্ভিসের মাধ্যমে টাকা দিয়ে ভিডিওটি বানিয়ে নেওয়া হয়েছে।
অনুসন্ধানের শুরুতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে বাংলাদেশ এবং ভারতীয় গণমাধ্যমে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে কর্তৃক বাংলাদেশের ইউটিউবার হিরো আলমকে উইশ করা সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, বিভিন্ন বলিউড সেলিব্রিটির পার্সোনালাইজড ভিডিও মেসেজ (উইশ) সার্ভিস প্ল্যাটফর্ম “TrueFan” এর মাধ্যমে অন্যান্য সেলিব্রিটির পাশাপাশি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের কাছ থেকেও পার্সোনালাইজড ভিডিও মেসেজ (উইশ) পাওয়া যাচ্ছে। স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে পরীক্ষামূলকভাবে “TrueFan” সাইটের নির্দেশনা অনুযায়ী প্লে স্টোর থেকে তাদের অ্যাপস ডাউনলোড করে অনন্যা পান্ডের কাছ থেকে এক্সাম উইশ সিলেক্ট করলে এই শুভেচ্ছাবার্তার প্রিভিউ টেক্সট এর সাথে আলোচ্য ভিডিওর বার্তার হুবহু মিল পাওয়া যায়। দেখুন--
একইসাথে প্রিভিউ ডেমো ভিডিওতে অনন্যা পান্ডের পোশাক ও চেয়ারের সাথে আলোচ্য ভিডিওতে অনন্যা পান্ডেকে যে পোশাক এবং চেয়ারে বসা দেখা যাচ্ছে তা হুবহু একই রকম। যদিও প্রিভিউতে দৃশ্যমান গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডকে বুকসেলফ দ্বারা পরিবর্তিত করা হয়েছে আলোচ্য ভিডিওতে। দেখুন--
অর্থাৎ অনন্যা পান্ডে সরাসরি হিরো আলমকে শুভেচ্ছা জানিয়ে কোনো ভিডিওবার্তা দেননি।
উল্লেখ্য শুভেচ্ছাবার্তা সহ অনন্যা পান্ডের সমজাতীয় কিছু ভিডিও দেখুন এখানে।
সুতরাং অন ডিমান্ড সেলিব্রিটি ভিডিও মেসেজ সার্ভিসের মাধ্যমে টাকা দিয়ে তৈরি করা অনন্যা পান্ডের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।