HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

চীনের বন্যাকবলিত রাস্তার ভিডিওকে কিশোরগঞ্জের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি চীনের চিংয়াশি প্রদেশের ফয়াং লেকে তৈরি ইয়ংশিউ-উছং নামের একটি রাস্তার পানিতে তলিয়ে যাওয়ার।

By - Ummay Ammara Eva | 28 Feb 2023 10:35 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পানিতে প্লাবিত হওয়া একটি রাস্তার ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওটি বাংলাদেশের কিশোরগঞ্জের মিঠামইনের একটি রাস্তার।এরকম দুটি পোস্ট দেখুন এখানেএখানে

গত ৩১ জানুয়ারি 'Mohammad Badsha Mia' নামে একটি আইডি থেকে একটি রিলস ভিডিও পোস্ট করে লেখা হয়, 'মিঠাইমাঈন'। উল্লেখ্য, মিঠামইন কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি উপজেলা, যেখানে হাওড়ের উপর দিয়ে এ ধরণের রাস্তা নির্মাণ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটিতে দৃশ্যমান রাস্তাটি বাংলাদেশের কিশোরগঞ্জের মিঠামইনের নয়। বরং এটি চীনের চিয়াংশি প্রদেশে অবস্থিত দেশটির সবচেয়ে বড় স্বচ্ছপানির হ্রদ ফয়াং লেকে তৈরি ইয়ংশিউ-উছং নামের একটি রাস্তার, যেটি বন্যায় ডুবে গেলে ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলির টুইটার একাউন্টে ২০২১ সালের ৯ জুলাই করা একটি পোস্টে হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, পূর্ব চীনের চিয়াংশিতে "আন্ডারওয়াটার রোডে" ড্রাইভ করুন! ইয়ংশিউ-উছং রোডের একটি অংশ বন্যা মৌসুমে পানিতে তলিয়ে যায় তখন পানির স্তর ১৮.৬৭ মিটার অতিক্রম করে #AmazingChina (অনূদিত)। টুইটার পোস্টটি দেখুন--

এর সুত্র ধরে আরো সার্চ করে ২০২২ সালের ২৬ জুন পিপলস ডেইলির টুইটার একাউন্টেই আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে লেখা হয়, "পূর্ব চীনের চিয়াংশি প্রদেশে অবস্থিত দেশটির বৃহত্তম মিঠা পানির হ্রদ ফয়াং লেকের পানির স্তর বৃদ্ধি পেলে ইয়ংশিউ-উছং মহাসড়কটি পানির নিচের সড়কে পরিণত হবে। (অনূদিত)" অর্থ্যাৎ বছরের একটি সময়ে হ্রদের উপরে নির্মিত ওই রাস্তাটি পানির স্তর বৃদ্ধি পাওয়ায় পানির নিচে তলিয়ে যায়। টুইটার পোস্টটি দেখুন--

আরো সার্চ করে পিপলস ডেইলির ওয়েবসাইটে ২০২২ সালের ৭ জুন 'Flooded road makes a splash in Jiangxi' শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৬ জুন ধারণ করা ওই ছবিটি চিয়াংশি প্রদেশের চিউচিয়াং শহরের ইয়ংউ সড়কের তাহুছি সেকশন থেকে তোলা হয়েছে বলে ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে আলোচ্য ভিডিওর মত দেখতে ওই রাস্তাটির পানিতে তলিয়ে যাওয়ার অনেকগুলো ছবি যুক্ত করে বলা হয়, 'চিয়াংশিতে টানা বৃষ্টিপাতের ফলে চীনের বৃহত্তম মিঠা পানির হ্রদ ফয়াং লেকের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়ে গেছে ৫.০৫ কিলোমিটার দীর্ঘ তাহুছি ওয়াটার হাইওয়ে।' প্রতিবেদনটিতে যুক্ত স্ক্রিনশট দেখুন--






সুতরাং পানিতে প্লাবিত হওয়া চীনের চিয়াংশি প্রদেশের একটি রাস্তার ভিডিওকে বাংলাদেশের কিশোরগঞ্জের মিঠামইনের দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories