HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মাদারীপুরে ধারণকৃত একটি ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 1 March 2025 1:53 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওটি আওয়ামী লীগের সমর্থনে দলটির সমর্থকদের মিছিলের। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১ ফেব্রুয়ারি 'বাংলাদেশ যুবলীগ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি মিছিলের ভিডিও শেয়ার করে বলা হয়, "আলহামদুলিল্লাহ। মাদারীপুর জয় বাংলার খেলা শুরু হয়ে গেছে ।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি আওয়ামী লীগের সমর্থনে করা কোনো মিছিলের নয়। গতবছরের জুলাই মাসের ১৮ তারিখে বৈষোম্যবিরোধী আন্দোলন চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে গতবছরের ১৮ জুলাই 'ক্যাম্পাস সমাচার' নামে একটি ফেসবুকে পেজে করা পোস্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "মাদারীপুর শহরে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন চলছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই বিজয় হবে ইনশাইল্লাহ। বেশি বেশি শেয়ার করুন। #কোটা"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ জুলাই "মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ত্রিমুখী হামলা | Quota Andolon | Madaripur | Prothom Alo" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওইদিন মাদারীপুরে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে দ্বীপ দে নামে এক শিক্ষার্থী নিহত হয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা হামলা চালালে ত্রিমুখী হামলার পরিস্থিতি তৈরি হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এছাড়াও একই দিনে অর্থাৎ ১৮ জুলাই আলোচ্য ভিডিওটি শেয়ার করে করা আরো কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ভিডিওটি সম্প্রতি মাদারীপুরে সংঘটিত আওয়ামী সমর্থনে করা কোনো মিছিলের নয়। গতবছরের জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে মাদারীপুরে ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক আওয়ামী লীগের সমর্থনে মিছিল বলে দাবি করে প্রচার করা হচ্ছে।

সুতরাং জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ভিডিওকে সাম্প্রতিক আওয়ামী লীগের সমর্থনে মিছিল বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories