সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি ১৩-০৫-২০২২ তারিখ অর্থাৎ গত ১৩ মে অলৌকিকভাবে কাবা শরীফের দরজা আপনা আপনি খুলে গিয়েছিল। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩১ মে 'Sharif Yousuf' নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ঘটনাটি গত শুক্রবার ১৩-০৫-২০২২ ঘটনাটি গত শুক্রবার ১৩-০৫-২০২২ এর। কাবা শরীফের দরজা নিজে নিজে খুলে গিয়েছিল। আজান দিয়ে দুই রাকাত নামাজ পড়ার শব্দ সবাই শুনছিল। কিন্তু কাবা শারীফের ভেতরে কেউই ছিল না। অদৃশ্য থেকে কে জানি নামায পড়ছিল। যা দেখে সকলে ভিডিও করা শুরু করেছিল" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। মূলত রমজান মাসে বিশিষ্ট এক মুসলিম নেতার আগমন উপলক্ষ্যে কাবা শরীফের দরজা খুলে দেয়ার ভিডিও এটি, অলৌকিক কোনো ঘটনার নয়।
ভিডিওটি থেকে কী ফ্রেম কেটে রিভার্স সার্চ করে, '𝗛𝗮𝗿𝗮𝗺𝗮𝗶𝗻' নামে একটি টুইটার একাউন্টে গত ২০ মে পোস্ট করা একটি টুইটার থ্রেডে আলোচ্য ভিডিওটির একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পরার প্রেক্ষিতে টুইটার থ্রেডে ভিডিওটি নিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে। থ্রেডটি থেকে জানা যায়, গত রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় এক বিশিষ্ট মুসলিম নেতার আগমন উপলক্ষ্যে কর্মীরা কাবা শরীফের প্রবেশপথ প্রস্তুত করার সময় ভিডিওটি ধারন করা হয়।
এই সূত্রধরে কি-ওয়ার্ড ধরে সার্চের পর, 'Haramain Sharifain' নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজেও এই ভিডিও সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যা গত ২০ মে প্রকাশ করা হয়েছে। ফেসবুক পোস্টে লেখা হয়েছে-
"A video circulating on social media regarding "paranormal activities" in the Ka'bah are false.
The video is from Ramadan when the door of the Ka'bah was opened for one of the Muslim Leaders visiting the Haram." পোস্টটি দেখুন--
অর্থাৎ গত রমজান মাসে এক বিশিষ্ট মুসলিম নেতার আগমন উপলক্ষ্যে কাবা শরীফের দরজা খুলে দেয়া হয়েছিলো, ভিডিওটি সেই সময়ের। ফেসবুক পোস্টে অলৌকিক ঘটনার দাবিটিও খারিজ করা হয়।
সুতরাং এক মুসলিম নেতার আগমন উপলক্ষে কাবা শরীফের দরজা খুলে দেয়ার ভিডিওকে অলৌকিক ঘটনা দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।