ফেসবুকে বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ মার্চ Abu Bakar Sardar নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে দাবি করা হয়, ক্যাটরিনা ইসলাম গ্রহণ করেছেন। দেখুন পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কাটরিনা কাইফের ইসলাম গ্রহণের দাবিটি ভিত্তিহীন।
পোস্টে যুক্ত করা প্রথম ছবিটি ২০১৩ সালে ক্যাটরিনার সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। দেখুন সেই জিয়ারতের ছবিসহ এনডিটিভির একটি প্রতিবেদনের স্ক্রিনশট--
পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে। দেখুন সেই ছবিটি--
এছাড়া ২০১৬ সালের সফরের আরেকটি খবর দেখুন এই লিঙ্কে।
প্রসঙ্গত, বলিউড তারকার পিতা একজন কাশ্মীরি মুসলিম এবং তার নাম মোহাম্মদ কাইফ। ফলে জন্মসূত্রে তিনি একজন মুসলিম। দেখুন এ সংক্রান্ত একটি প্রতিবেদন এখানে। পরবর্তীতে ক্যাটরিনা নিজের ধর্ম পরিবর্তন করেছেন বা পরিবর্তন করে নতুন করে ইসলাম গ্রহণ করেছেন এমন কোনো তথ্য কোনো নির্ভরযোগ্য সূত্রে অনলাইনে পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিন্ন প্রেক্ষাপটের দুটি ছবি ব্যবহার করে একজন জন্মসূত্রে মুসলিম ব্যক্তির পুনরায় ইসলাম গ্রহণের দাবি ভিত্তিহীন।