কিছু অনলাইন পোর্টালে ও সামাজিক মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আবারো জাস্টিন ট্রুডো নির্বাচিত হয়েছেন মর্মে একটি খবর ছড়ানো হচ্ছে। বিডি২৪রিপোর্ট নামে একটি পোর্টালে 'আবারো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো' শিরোনামের খবর অনুযায়ী, ''কানাডায় ২১ অক্টোবর ছিল সর্বশেষ সাধারণ নির্বাচনের বর্ষপূর্তির দিন। আর এ দিনই সংসদীয় গণতন্ত্র চর্চার দেশ কানাডার সংসদে দলগুলোর সংসদীয় শক্তি প্রদর্শনের একটি অধ্যায় রচিত হল।
আস্থাভোটে জয়ী না হওয়ার অর্থ এই নয় যে, সাথে সাথেই ট্রুডোকে প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিতে হতো। বরং ভোটে তিনি জয়ী হতে না পারলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যবর্তী নির্বাচন আহ্বান করতে হতো। সেই নির্বাচন তার দলও অংশগ্রহণের সুযোগ পেত এবং নতুন করে জয়ী হয়ে এলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব নেয়ার সুযোগ ছিলো। কিন্তু আস্থাভোটে জয়ী হওয়ার মাধ্যমে 'নতুন করে কানাডার প্রধানমন্ত্রী' হননি ট্রুডো। বরং আগে থেকে তার যে প্রধানমন্ত্রীত্ব বহাল আছে সেটি আস্থাভোটে হেরে গেলেও থাকতো; মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত।
ফলে একজন বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃত সংসদের আস্থাভোটে বিজয়ী হওয়ার খবরকে 'আবারও প্রধানমন্ত্রী হওয়া' হিসেবে উপস্থাপন বিভ্রান্তিকর।