HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

না, ভিডিওটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ১০৯ বছর বয়সী লিয়াং ফো আই নামের থাইল্যান্ডের এক ব্যক্তির, বিশ্বের সবচেয়ে বয়স্ক নন তিনি।

By - Md Abdullah Khan | 25 Feb 2022 9:16 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি পোস্ট করা হচ্ছে, যেখানে এক অশীতিপর বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীকে একটি ছোট্ট মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায়। দাবি করা হচ্ছে, বৃদ্ধ ব্যক্তিটি বর্তমান পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ, তার বয়স ১৯৩ বছর। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

গত ২২ ফেব্রুয়ারি  'Sadat Seam Farazi' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "বর্তমান পৃথিবীতে সবচেয়ে বয়স্ক মানুষ তিনি বয়স ১৯৩ বছর✨" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তি থাই নাগরিক (Luang Pho Yai) লিয়াং ফো আই, পরিবারের দেয়া তথ্য মতে তার বয়স ১০৯ বছর।

প্রথমে কি ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা যায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্যাক্ট চেকিং সংস্থা 'স্নোপস'-এ গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওটির সাথে করা বিভ্রান্তিকর দাবিটি খণ্ডন করা হয়েছিল। স্নোপস-এর প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটির প্রথমে আপলোড করা হয় '@auyary13' নামের একটি টিকটক আইডিতে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

প্রতিবেদনটি থেকে জানা যায়, '@auyary13' নামে একজন টিকটক ব্যবহারকারীর নিজের প্রোফাইলে করা পোস্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়। ওই টিকটক ব্যবহারকারী নিজেকে লিয়াং ফো আই'য়ের নাতনি বলে পরিচয় দেন। আইডিতে বৃদ্ধ ব্যক্তির আরো কয়েকটি ভিডিও শেয়ার করেছেন ওই ব্যবহারকারী।

আইডিটি দেখুন এখানে

সার্চ করার পর, বুম বাংলাদেশ ঐ বৃদ্ধ ব্যক্তির নাতনির ইনস্টাগ্রাম প্রোফাইলও খুঁজে পেয়েছে। বৃদ্ধকে নিয়ে করা একটি পোস্টে সামাজিক মাধ্যমের এক ব্যবহারকারীর করা প্রশ্নের জবাবে জানানো হয় লিয়াং ফো আই'য়ের বয়স ১০৯ বছর। দেখুন--

পোস্টটি দেখুন এখানে

স্নোপস-এর প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে টিকটকেও প্রশ্নের জবাবে ঐ বৃদ্ধের নাতনি একই উত্তর দিয়েছেন।

পোস্টটি দেখুন এখানে

বুম বাংলাদেশ বৃদ্ধের নাতনির সাথে ইনস্টাগ্রমে যোগাযোগ করেছে। জবাব পেলে প্রতিবেদনটিতে তা যুক্ত করা হবে।

বর্তমানে সবচেয়ে বয়স্ক জীবন্ত ব্যক্তি কে?

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২০ সালের তথ্য অনুযায়ী ১১৭ বছর বয়সী জাপানের ফুকোওকার কানে তানাকা পৃথিবীর সবথেকে বয়স্ক জীবিত মানুষ। দেখুন--

পড়ুন এখানে

সুতরাং ভিডিওতে দেখা ব্যক্তিকে ১৯৩ বছর বয়সী পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories