HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২১ সালের ২ এপ্রিল নিজের এক্স একাউন্টে পোস্ট করেছিলেন তুলসী গ্যাবার্ড।

By - Mamun Abdullah | 30 Nov 2024 10:03 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি সম্প্রতি বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৪ নভেম্বর 'ফেরারি মন' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "শ্রীমতি তুলসী গাবার্ড... (ইসকন সদস্য) বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ধারাবাহিক অত্যাচার ও নির্যাতনের বিষয় ট্রাম্পের মনোনীত গোয়েন্দা মন্ত্রী ইসকন সদস্য তুলসীর গাবার্ডের স্পষ্ট বক্তব্যে । উনি ১৯৪৭ থেকে ১৯৭১ সকল ঘটনা অবগত ।অনুভূতিতে আঘাত বলে অত্যাচার ও অভিযোগ সত্য নয় কিংবা ভারতের ষড়যন্ত্র এসব আর কেউ বিশ্বাস করে না।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ভিডিওটি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ড নিজের অফিসিয়াল এক্স একাউন্টে ২০২১ সালের ২ এপ্রিল ভিডিওটি পোস্ট করেছিলেন। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ও ক্ষমতায় ছিল তাঁর দল আওয়ামী লীগ। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ৪ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি একজন ব্যক্তি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সমালোচনা করছেন। ভিডিওটিতে তার পরিচয় দেওয়া হয়, একজন কংগ্রেসম্যান হিসেবে।

ভাইরাল ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Tulsi Gabbard” নামের একটি এক্স একাউন্ট থেকে একটি পোস্ট পাওয়া যায়। ৪ মিনিট ২২ সেকেন্ডের ওই পোস্টটি ২০২১ সালের ২ এপ্রিল প্রকাশ করা হয়। যার সঙ্গে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 


এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে “বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কী বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী” শিরোনামে ‘ইত্তেফাকের’ অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ২০২১ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতা দেখা যায়। শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সেই সময় বহু হিন্দু মন্দির, বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। এই আক্রমণের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২১ সালের একটি পুরোনো ভিডিও। যেখানে যুক্তরাষ্ট্রের তৎকালীন কংগ্রেসম্যান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সমালোচনামূলক এই ভিডিওটি পোস্ট করেন। 

প্রসঙ্গত, তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গিয়েছে তাকে।

সুতরাং হিন্দু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের পুরোনো বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories