সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে যেখানে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতিকৃতি উন্মোচন করতে দেখা যায়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৩ মে 'Md Rakib' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "ইব্রাহিম রাইসি গোটা জাতি আপনাকে স্যালুট🥀🌹🌹💕💕🌹💕🥀"। ভিডিওটিতে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসির একটি প্রতিকৃতি উন্মোচন করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের নিজের প্রতিকৃতি উন্মোচনের একটি ভিডিওকে এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আমেরিকাভিত্তিক বার্তা সংস্থা এপির ইউটিউব চ্যানেলে গত ১৫ মে "King Charles III unveils his first official portrait since his coronation" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। তবে, ভিডিওটিতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ইব্রাহিম রাইসির নয় বরং তার নিজের প্রতিকৃতি উন্মোচন করতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে বার্তাসংস্থা রয়টার্সের ওয়েবসাইটে গত ১৪ মে "King Charles unveils his first portrait since coronation" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, অভিষেকের পরে এই প্রথমবারের মত নিজের কোনো প্রতিকৃতি উন্মোচন করেন রাজা তৃতীয় চার্লস। জোনাথন ইয়েও নামে একজন চিত্রশিল্পী তার ওই ছবিটি এঁকেছেন বলে প্রতিবেদনটিতে জানানো হয়। স্ক্রিনশট দেখুন--
এছাড়া বিবিসি নিউজ, স্কাই নিউজের ওয়েবসাইটেও একই সংবাদ খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে রাজা চার্লসের প্রতিকৃতির শিল্পী জোনাথন ইয়েওয়ের নামে পরিচালিত ইউটিউব চ্যানেলেও একই ভিডিও একই তথ্যসহ খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ রাজপরিবারের এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকেও বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের প্রতিকৃতি উন্মোচনের তথ্য জানানো হয়েছে।
অর্থাৎ রাজা তৃতীয় চার্লসের নিজের প্রতিকৃতি উন্মোচনের ভিডিওকে এডিট করে চার্লসের প্রতিকৃতির স্থানে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবি বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং ব্রিটেনের রাজা চার্লসের ভিডিওকে এডিট করে ইব্রাহিম রাইসির ছবি বসিয়ে ভুয়া ভিডিও প্রচার করে হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।