সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, "মিশর-গাজার মধ্যবর্তী প্রাচীরের ছিদ্র করে সেখান দিয়ে গাজাবাসীকে রুটি সাপ্লাই দিচ্ছে মিশরের এক কিশোর"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ ডিসেম্বর 'Journey to Arabic - رحلة إلى العربية' নামের ফেসবুক পেজ থেকে "গাজা ও মিশরের সীমান্ত দেয়াল ফুটো করে মিশরের কিশোর ক্ষুধার্ত গাজাবাসীর কাছে রুটি পৌঁছে দিচ্ছে" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এটি মিশরের এক যুবকের দেয়ালের ছিদ্র থেকে ফিলিস্তিনের গাজায় রুটি দেওয়ার সাম্প্রতিক ভিডিও নয় বরং ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে (পশ্চিম তীরে) রুটি দেওয়ার এই ভিডিওটি ২০১৫ সালে তৈরি একটি ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্রের দৃশ্য।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে জর্ডানের সংবাদমাধ্যম 'Alghad Newspaper' এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০১৫ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, "ভিডিওটি ফিলিস্তিনের পরিচালক খালেদ জারার এর Infiltrators - Mutasallilun নামক ডকুমেন্টারি ফিল্ম এর দৃশ্য, (অনূদিত)"। এতে আরো বলা হয়, এই প্রামাণ্যচিত্রে দেখা যাচ্ছে জেরুজালেম থেকে পশ্চিম তীরে রুটি পাচার করা হচ্ছে। ভিডিও সম্বলিত ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'আল জাজিরা'-তে ২০১২ সালের ২৪ ডিসেম্বর "Infiltrators”: An innovative film about the isolation wall" শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। নিবন্ধে উল্লেখ করা হয়, "পরিচালক খালেদ জারারের 'Infiltrators' শিরোনামের ফিলিস্তিনি ডকুমেন্টারি ফিল্ম, যা সাম্প্রতিক দুবাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল এবং দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে, যার মধ্যে একটি ছিল আন্তর্জাতিক সমালোচক সমিতির পুরস্কার এবং দ্বিতীয়টি সেরা তথ্যচিত্র চলচ্চিত্র পুরস্কার"।
পাশাপাশি, জর্ডানের ফ্যাক্ট-চেকিং সাইট 'মিসবার'-এ গত ২২ ডিসেম্বর "This Video Does Not Depict an Egyptian Teenager Attempting To Bring Aid Into Gaza" শিরোনামে একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ভিডিওটি পুরোনো একটি ডকুমেন্টারি ফিল্মের দৃশ্য"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি ২০১২ সালের একটি প্রামাণ্যচিত্রের দৃশ্য, যেখানে জেরুজালেম থেকে পশ্চিম তীরে কিভাবে রুটি পাচার করা হচ্ছে তা দেখানো হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো ডকুমেন্টারির দৃশ্যকে সম্প্রতি মিশর সীমান্তে যুদ্ধ বিধ্বস্ত গাজার ঘটনা বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।