HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শিশুকে গাড়িচাপা দেওয়ার এই ভিডিওটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের কাছে ভাসাই নামক স্থানে শিশুটিকে গাড়িচাপা দেওয়ার ঘটনাটি ঘটে।

By - Ummay Ammara Eva | 1 March 2025 3:39 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি শিশুকে একটি প্রাইভেট কারের চাপা দেওয়ার ভিডিও শেয়ার করে ভিডিওটি বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২২ ফেব্রুয়ারি 'ট্রাভেলমিস্ত্রি-Travelmistry' নামের একটি ফেসবুক একাউন্টে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "— মানুষ হয়ে জন্মেছি, কিন্তু মানুষ হলাম কই ? - . #foryoupageシ #vairalvideo #Bangladesh #emotional #poor #accident"। পোস্টে যুক্ত ভিডিওটিতে রাস্তায় বসে থাকা একটি শিশুকে একটি প্রাইভেট কার দিয়ে চাপা দিয়ে চলে যেতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ভিডিওটির ক্যাপশনে হ্যাসট্যাগ থেকে বোঝা যাচ্ছে ঘটনাটিকে বাংলাদেশের কোনো দুর্ঘটনার ভিডিও বলে দাবি করা হচ্ছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের মুম্বাইয়ের পাশে ভাসাই নামক এলাকাতে এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি প্রাইভেট কার। ওই ঘটনার সময় সামনে থাকা একটি ক্যামেরায় আলোচ্য দৃশ্যটি ধরা পড়ে।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ২৬ ডিসেম্বর "Car Runs Over Crouching 6-Year-Old Near Mumbai, Child Survives" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের কাছে ভাসাইয়ে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পর ৬ বছর বয়সী একটি শিশু আহত হয়। অস্বস্তিকর ওই ফুটেজে দেখা যায়, গাড়িটি শিশুটিকে চাপা দিচ্ছে, কিছুদূর টেনে নিয়ে যাচ্ছে এবং তারপর পেছনের চাকা দিয়েও তাকে চাপা দিচ্ছে (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটেও গতবছরের ২৬ ডিসেম্বর "Vasai horror: Boy hurt after being dragged by radio cab; watch" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটিতেও ভিডিওটির বিষয়ে একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, ভাসাই সিটি ডট কম নামে আরেকটি অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকেও আলোচ্য ঘটনা সম্পর্কে জানা যায় যে, রাঘব কুমার চৌহান নামে এক শিশু শহরের ওয়ালিভ এলাকায় তার বাড়ির কাছে খেলছিল। এক মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটির উপস্থিতি সম্পর্কে না জেনেই একটি সাদা ক্যাব তাকে চাপা দিয়ে চলে যায়। ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি একমুহূর্তের জন্য থামলেও, শিশুটিকে দেখার জন্য থামার পরিবর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় গাড়িটি রাঘবের উপর দিয়ে চলে গেলেও পরমুহুর্তেই সে উঠে দাঁড়াতে সক্ষম হয়। এলাকার অন্যান্য শিশুরা, যারা এই মর্মান্তিক ঘটনাটি দেখেছিল, তারা তৎক্ষণাৎ তাকে সাহায্য করার জন্য দৌড়ে যায়। হতবাক এবং দৃশ্যত আহত অবস্থায়, রাঘব নিজেই বাড়ি চলে যায়। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের মহারাষ্ট্রে শিশুকে প্রাইভেট কারের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার সময়ে ধারণ করা এই ভিডিওটি।

সুতরাং শিশুকে গাড়ি চাপা দেওয়ার ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশের ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories