HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন ভিডিওকে 'থানায় ঢুকে ওসিকে হত্যা'র বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সহকর্মীদের ভেঙে পড়ার পুরোনো ভিডিও।

By - BOOM FACT Check Team | 5 March 2025 9:25 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নিহত ব্যক্তির কাছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরা কয়েকজন ব্যক্তি কান্না করছেন। পোস্টগুলোতে ভিডিওটির বিষয়ে, থানায় ঢুকে ওসিকে হত্যা করা হয়েছে সেই দৃশ্যের ভিডিও হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৭ ফেব্রুয়ারি ‘Talukder Parves Ansari’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “থানায় ঢুকে ওসিকে হত্যা করল লালবদর বাহিনী।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সহকর্মীদের ভেঙে পড়ার পুরোনো ভিডিও, থানায় ঢুকে পুলিশকে হত্যা করা সংক্রান্ত কোনো ঘটনার ভিডিও নয় এটি।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Salauddin Kader Lablo’ নামের একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, কনস্টবল /৫৪৯ মোঃ মোমিনুল ইসলাম, বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এ কর্মরত ছিলেন। অদ্য ২৪/০২/২৩ ইং দুপুর ১২.৫৫ মিনিটে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে, ফেসবুকে ‘MD Kawsar Sarkar’ নামের একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। এতে পুলিশ সদস্য মোঃ মোমিনুল ইসলাম এর একটি ছবি সহ উল্লেখ করা হয়, পুলিশ ফাঁড়ির কনস্টেবল/ড্রাইভার মোঃ মোমিনুল ইসলাম ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক ১১ঃ৩০ মিনিটে পীরগন্জে রাস্তা পারাপারের সময় বগুড়া টু রংপুরগামী একটি মিনি পিকনিক বাসের ধাক্কায় গুরুতরভাবে আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ঃ৩০ মিনিটে মৃত্যু বরণ করেন। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, উক্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এ ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি “বাসচাপায় প্রাণ গেলো হাইওয়ে পুলিশ সদস্যের” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে বাসচাপায় বড়দরগা হাইওয়ে পুলিশে কর্মরত কনস্টেবল মমিনুল ইসলাম নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ জানান, ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে।

অর্থাৎ আলোচ্য ভিডিওটি সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সহকর্মীদের ভেঙে পড়ার পুরোনো ভিডিও।

সুতরাং সামাজিক মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের পাশে সহকর্মীদের কান্নার ভিডিও দিয়ে সম্প্রতি থানায় ঢুকে ওসিকে হত্যা করার বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories