সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, পূর্বাচল এক্সপ্রেসওয়েতে টিকটকের ভিডিও বানাচ্ছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ মে ‘Bangla News Point’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "টিকটকের ভিডিও বানাতে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে রুমিন ফারহানা"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ভিডিওটি প্রযুক্তির সহায়তায় এডিট করে বানানো হয়েছে। Pronome Nafisa নামের একজনের ভিডিওতে প্রযুক্তির সহায়তায় রুমিন ফারহানার চেহারা বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ‘pronome.nafi’ ইউজারনেম এর একটি অ্যাকাউন্ট থেকে গত ১ মে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ইনস্টাগ্রাম পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ইনস্টাগ্রাম পোস্টটির প্রিভিউ দেখুন--
এই ভিডিওর নারীর চেহারা জুম করা অবস্থার স্ক্রিনশট দেখুন--
ইনসেটে জুম করা ছবি সহ ফেসবুকে প্রচারিত ভিডিওটির স্থিরচিত্র (বামে) ও ইনসাইট ছবি সহ ইনস্টাগ্রামে পাওয়া মূল ভিডিওর স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনামূলক ছবি দেখুন--
অর্থাৎ প্রচারিত ভিডিওটিতে ব্যক্তির মুখমন্ডল প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সাধারণ ডিপফেক তথা শ্যালোফেক কিংবা ফেসসোয়াপ (ভিডিওতে) পদ্ধতিতে এই ধরণের সম্পাদনা করা যায়।
সুতরাং একটি ভিডিওতে প্রযুক্তির সাহায্যে বিএনপির নেত্রী রুমিন ফারহানার চেহারা বসিয়ে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।