HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নাচের মঞ্চে আজানের এই ভিডিওটি এডিট করা

বুম বাংলাদেশ দেখেছে, দুটি রিয়্যালিটি শো এবং এক যুবকের স্বতন্ত্র ভিডিও নিয়ে এডিট করে আজানের ফুটেজটি তৈরি করা হয়েছে।

By - Md Abdullah Khan | 30 April 2023 7:55 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, নাচের মঞ্চে আজান দিয়ে সবাইকে অবাক করেছে এক যুবক। ভিডিওটিতে এক যুবককে মঞ্চে আজান দিতে এবং বিচারকের আসনে অভিনেত্রী শিল্পা শেঠী, কিরণ খের, দীপিকা পাডুকোন, গায়ক বাদশা, অভিনেতা ধর্মেন্দ্র ও শাহরুখ খানকে দেখা যায়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২ এপ্রিল "𝙿𝚘𝚕𝚒𝚝𝚎-ভদ্রヅ নামের একটি ফেসবুক পেজ থেকে ফুটেজটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "নাচের মঞ্চে আযান!!😍 সবাইকে অবাক করে মধুর কন্ঠে আযান দিলো এক যুবক।"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওটিতে দুটি আলাদা রিয়্যালিটি শো'র ভিডিও থেকে বিভিন্ন অংশ কেটে যুক্ত করার প্রমাণ পাওয়া গেছে।

সার্চ করার পর, 'SET India' ইউটিউব চ্যানেলে ‘Junior Indian Idol’ প্রতিযোগিতার একটি এপিসোডে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে অংশ নিতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায় শাহরুখ খান কালো পোশাকে ও দীপিকা একটি সাদা গাউন পরিধান করেছেন, যার সাথে আলোচ্য ভিডিওতে দেখতে পাওয়া শাহরুখ খানের পোষাকের হুবহু মিল পাওয়া যায়। ইউটিউব ভিডিওটিতে শাহরুখ খানের অভিব্যক্তি দেখে নিশ্চিত হওয়া যায়, ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওতে ‘Junior Indian Idol’ প্রতিযোগিতার এই ভিডিওটি থেকেই বিভিন্ন অংশ নিয়ে যুক্ত করা হয়েছে।

Full View

পুনরায় সার্চ করার পর, একই ইউটিউব চ্যানেলে ‘India’s Got Talent Show Season 9’ অন্য একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে শিল্পা শেঠী, কিরণ খের, অভিনেতা ধর্মেন্দ্রসহ কয়েকজন বিচারক হিসাবে উপস্থিত ছিলেন। উপস্থিত বিচারকদের পোশাক এবং প্রতিযোগীদের দেখে নিশ্চিত হওয়া যায় যে, ফেসবুকে প্রচারিত ভিডিওটির বাকি অংশ India’s Got Talent Show-এর এই ভিডিওটি থেকে নেয়া হয়েছে। উল্লেখ্য কোনো ভিডিওতেই প্রতিযোগীদের আজান দিতে দেখা যায়নি। দেখুন--

Full View

India’s Got Talent Show-এর ভিডিও এবং আলোচ্য ফেসবুক পোস্টের পাশাপাশি স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ আলোচ্য ভিডিওতে আযান ও এক যুবকের ভিডিও সম্পাদনার মাধ্যমে জুড়ে দেয়া হয়েছে।

সুতরাং দুটি ভিন্ন রিয়্যালিটি শো'র ভিডিওকে এডিট করে আলাদা এক যুবকের ভিডিও জুড়ে দিয়ে নাচের মঞ্চে আজান দেয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories