ফেসবুকে "Sharif Ahmad." নামে একটি পেইজ থেকে নিচের ভিডিওটি পোস্ট করা হয়েছে। সাথে ক্যাপশন দেয়া হয়েছে, "দেখুন কিভাবে মানুষদের নির্যাতন করেছে চীন"।
গত ২৯ মার্চ ভিডিও পোস্ট করার পরে ৯ শতাধিক মানুষ এটি শেয়ার করেছেন
ফ্যাক্ট চেক:
ভিডিওটির একাধিক ফ্রেম কেটে গুগল ইমেজ সার্চ করার পর দেখা যাচ্ছে, এই ধরনের ছবি অনলাইনে প্রথম আসে ২০১৬ সালের নভেম্বর মাসে।
২০১৬ সালের ৩১ অক্টোবর লন্ডনে একটি প্রদর্শনী আয়োজন করে প্রাণি অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা People for the Ethical Treatment of Animals (PETA).
নিরামিষভোজিতায় উৎসাহ দেয়া এই সংগঠনের প্রদর্শনীতে তুলে ধরার চেষ্টা করা হয় যে, মানুষ (খাদ্য হিসেবে গ্রহণের জন্য) প্রাণিদের সাথে যে আচরণ করে থাকে তা কতটা নির্মম।
উপরের ভিডিওটি ওই প্রদর্শনীর। "Open-Air Slaughterhouse" নামে প্রদর্শনীর অনেকগুলো ছবি নিয়ে PETA এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করা হয়।