সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, বাজারের নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৯ আগস্ট 'Govt. Circular' নামের পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত দ্রব্য মূল্যের তালিকা। ....... বেশি চাইলে সেনাবাহিনীকে কল দিবেন অথবা নিকটস্থ ছাত্র-ছাত্রী জনতার সাথে যোগাযোগ করবেন। ..."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মূল্য নির্ধারণ করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়াও তালিকায় উল্লেখ করা পণ্যগুলোর কোনো মূল্য সরকার নির্ধারণ করেনি বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'এনটিভি'-এর অনলাইন সংস্করণে গত ১০ আগস্ট "সেনাবাহিনীর পক্ষ থেকে কোন বাজার মূল্য সাবমিট করা হয়নি" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, কোন বাজার মূল্য সাবমিট করা হয়নি। অনেকে সুযোগ নিয়ে সেনাবাহিনীর নামে বিভিন্ন বিভ্রান্তির চেষ্টা করছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
একই তথ্য সম্বলিত একটি ভিডিও প্রতিবেদনও পাওয়া যায় চ্যানেলটির ভেরিফাইড ফেসবুক পেজে। প্রতিবেদনটির প্রিভিউ দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে 'আজকের পত্রিকা'- এর অনলাইন সংস্করণে গত ১০ আগস্ট "সামাজিক মাধ্যমে ভাইরাল দ্রব্যমূল্যের তালিকা সরকারের নয়: ভোক্তা অধিদপ্তর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের একটি মূল্যতালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, তালিকায় উল্লেখ করা পণ্যগুলোর কোনো মূল্য সরকার নির্ধারণ করেনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সেনাবাহিনী কিংবা সরকার তথা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজার মূল্য নির্ধারণ করে আলোচ্য নির্দেশনাটি দেওয়া হয়নি।
সুতরাং সম্প্রতি সামাজিক মাধ্যমে 'বাজারের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।