HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শহীদ মিনারে প্রবেশে মির্জা ফখরুলের বাঁধাপ্রাপ্ত হওয়ার এই ছবিটি পুরোনো

২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাঁধাপ্রাপ্ত হলে রাস্তায় বসে পড়েন।

By - Mamun Abdullah | 1 March 2025 12:35 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হয়, তিনি গত ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে বাঁধার সম্মুখীন হন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানেএখানে

গত ২২ ফেব্রুয়ারি ‘Barrister Johirul Islam’ নামক আইডি থেকে ছবি পোস্ট করে উল্লেখ করা হয়, “বিএনপির বর্তমান অবস্থা এত‌ই খারাপ যে তাদের দলের মহাসচিব এর আজকে এই ভাবে শহীদ মিনার এর গেটের সামনে এভাবে থাকা লাগে | শেখ হাসিনা সরকার ভালো না। ১৬ বছর কি কোন দিন এভাবে বসে থাকতে হয়েছে? সবাই ভালো থাকার জন্য লাল স্বাধীনতা এনেছেন। এখন ভালো থাকুন আপনারা। আজকে এই দৃশ্য দেখে আমার অনেক খারাপ লেগেছে ৷” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাঁধা প্রদান করা হয়েছে দাবিতে ছড়ানো ছবিটি সাম্প্রতিক নয় বরং এটি ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারির।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Dibakar Rajbongshy’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি সংযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশ করা ছবির সঙ্গে সাম্প্রতিক দাবিতে ভাইরাল ছবির সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরনে থাকা পাঞ্জাবি-পায়জামা এবং বুকে থাকা মনোগ্রামের সাদৃশ্য পাওয়া যায়। ওই পোস্টে উল্লেখ্য করা হয়, “জাতীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হটাৎ দেখা মির্জা ফখরুল ইসলাম আলমগির এর সাথে.......।” পোস্টটি দেখুন-- 

Full View


উপরোল্লিখিত তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে “দেশে গণতন্ত্রের কবর হয়েছে: ফখরুল” শিরোনামে যুগান্তরের অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মির্জা ফখরুলের পরা পোশাক ও বুকে থাকা মনোগ্রামের সঙ্গে ভাইরাল ছবিগুলোতে দৃশ্যত পোশাক ও বুকে থাকা মনোগ্রামের মিল পাওয়া যায়। ওই প্রতিবেদনে ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। স্ক্রিনশট দেখুন-- 



এদিকে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শহীদ মিনারে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছিল কি না, তা জানতে কি-ওয়ার্ড সার্চ করে “ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা” শিরোনামে সংবাদ সংস্থা ইউএনবির একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে বলা হয়, ২১ ফেব্রুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পুষ্পস্তবক অর্পণ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি। শহীদ মিনারে প্রবেশে বাঁধা প্রদানের ছবিটি পুরোনো, যা ২০১৮ সালের অর্থাৎ আওয়ামীলীগ আমলের। 

সুতরাং ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাঁধাপ্রাপ্ত হয়ে বসে থাকার ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories