সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। ছবিতে একজন নারীকে বন্দুক হাতে পোজ দিতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১২ মে 'পৌর যুবদল সাতক্ষীরা' নামের ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "একজন গর্বিত স্ত্রী, একজন গর্বিত মা,একজন গর্বিত দেশ পরিচালক, একজন গর্বিত আপোষহীন নেত্রী। নির্যাতিত আরেক বাংলাদেশের নাম বেগম খালেদা জিয়া ❤️❤️❤️" । স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক-এর।
ছবিটি রিভার্স সার্চ করার পর, দেশীয় একাধিক সংবাদমাধ্যমে মূল ছবিটি খুঁজে পাওয়া গেছে, তবে চিত্রগ্রাহকের নাম জানা যায়নি। তন্মধ্যে, দৈনিক যুগান্তর-এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ০৬ ডিসেম্বর "বড় অভিমান নিয়ে চলে গেলেন তারামন বিবি" খবরের সাথে ছবিটি ফিচার ইমেজ হিসাবে যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণ, সাম্প্রতিক দেশকাল অনলাইন, ইন্ডিয়া টুডে গ্রুপের নিয়ন্ত্রণাধীন ডেইলিও সহ বিভিন্ন সংবাদমাধ্যম ও ম্যাগাজিনে তারামন বিবি বীর প্রতীক-এর আলোচ্য ছবিটি প্রকাশিত হতে দেখা গেছে।
আরও ভালোভাবে বোঝার জন্য মূল ছবি ও এডিট করা ছবির পাশাপাশি তুলনা দেখুন--মূল ছবি (বামে) ও এডিট করা ছবির (ডানে)
অর্থাৎ, নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক-এর ছবিকে এডিট করে খালেদা জিয়ার চেহারা বসিয়ে দেয়া হয়েছে।
সুতরাং, মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক-এর ছবিকে এডিট করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।