সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, স্বর্ণনির্মিত পোশাক পরেছেন তারা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৬ জুন 'TOXIC PEOPLE シ︎' নামের একটি ফেসবুক গ্রুপে 'ফু'ল টু'সি' নামের একটি একাউন্ট থেকে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং অনন্তর বাগদত্তা রাধিকা মার্চেন্টের একটি ছবি পোস্ট করে বলা হয়, "নাকফুল বানানোর জন্য একটু স্বর্ন পাই না😭 আর আম্বানিরা কিনা স্বর্ণের জামা পরে 👶😒"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ২০২৩ সালের অক্টোবর মাসে মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনে যান আম্বানি পরিবার ও রাধিকা মার্চেন্ট। এরসময়ে ধারণকৃত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে'র ওয়েবসাইটে ২০২৩ সালের ৩১ অক্টোবর "Radhika Merchant, Anant Ambani pose with Mukesh Ambani at Jio World Plaza opening" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধন অনুষ্ঠানে যান মুকেশ আম্বানি ও তার পরিবার এবং মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। এসময়ে ধারণ করা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ছবিটির সাথে আলোচ্য ছবিটির মিল লক্ষ্য করা যায়। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং ইন্ডিয়া টুডে'র ওয়েবসাইটে প্রাপ্ত ছবিটির (ডানে) একটি তুলনামূলক চিত্র দেখুন--
এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, বলিউডলাইফ এবং বলিউডশাদিজ ডটকমেও একই ছবি অভিন্ন দাবিতে খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ ২০২৩ সালে জিও ওয়ার্ল্ড প্লাজা উদ্বোধন অনুষ্ঠানে ধারণকৃত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এডিটেড ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।