HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিসা নীতি নিয়ে প্রথম আলোর খবরের স্ক্রিনশট এডিট করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, পিটার হাসের বক্তব্য নিয়ে প্রথম আলোর করা একটি খবরের স্ক্রিনশট এডিট করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।

By - Mamun Abdullah | 25 Sept 2023 8:38 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দৃশত প্রথম আলোর খবরের একটি স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে। যেখানে খবরের শিরোনামে লেখা রয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বউয়ের সাথে ঝগড়া করলেও ভিসানীতি আরোপ করা হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৫ সেপ্টেম্বর 'দেওয়ান মারুফ সিদ্দিকী' নামের একটি আইডি থেকে এমন একটি স্ক্রিনশট পোস্ট করে লেখা হয়, "ইউনুস ঘুমালো দেশ জুড়ালো ভিসানীতি এলো দেশে, সুদী-লুটেরা এক হয়েছে ভয় দেখাতে চায় মিছে। স্বামীরা সাবধান, ঝগড়া করলেই ভিসানীতি।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রথম আলোর একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে। এছাড়া, আলোচ্য স্ক্রিনশটটি নকল জানিয়ে প্রথম আলো তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে।

কি-ওয়ার্ড সার্চ করে গতকাল ২৪ সেপ্টেম্বর বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া পিটার হাসের এক সাক্ষাৎকারের সূত্রে প্রথম আলো পত্রিকার অনলাইনে একটি খবর প্রকাশিত হতে দেখা যায়। যেখানে ভিসা নীতি নিয়ে তিনি বলেছেন, ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে। "ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে: পিটার হাস" শিরোনামে প্রকাশিত খবরটির মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে এটি এডিট করেই আলোচ্য স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে। প্রথম আলোর মোবাইল ভার্সন থেকে নেয়া স্ক্রিনশট (বামে) ও আলোচ্য (এডিটেড) ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--


প্রথম আলো পত্রিকায় প্রকাশিত পিটার হাসের খবরের সাথে আলোচ্য ছবিটির উপরে দেয়া তুলনায় খবরটিতে বাইলাইন (প্রতিবেদকের নামের স্থান), টাইম লাইন (তারিখ, সাল ও প্রকাশের সময়) এবং পিটার হাসের ছবি হুবহু এক। এতে বিষয়টি স্পষ্ট যে, উক্ত খবরটির মোবাইল ভার্সন থেকে স্ক্রিনশট নিয়ে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।

edikeসার্চ করে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানানো হয় এবং এটি মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

এদিকে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আলোচ্য স্ক্রিনশটে উল্লেখিত মন্তব্য করেছেন কিনা তা জানতে, কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো সংবাদ কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ ছবিটি প্রথম আলোর একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে তৈরি করা হয়েছে।

সুতরাং প্রথম আলোর লোগো সহ একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে পিটার হাসের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Related Stories