ঘুর্ণিঝড় আম্পানে বাংলাদেশের একটি পাকা রাস্তার কার্পেটিং উড়ে গেছে- বলে দাবি করে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
"জীবনে প্রথম দেখলাম। ঝড়ে রাস্তাও উড়ে যায় বাংলাদেশে!" এমন ক্যাপশনে নিচের ছবিটি পোস্ট করা হয়েছে একটি ফেসবুক গ্রুপে।
দেখুন স্ক্রিনশট--
হাজারো মানুষ এই ছবি শেয়ার করেছেন এবং বিভিন্ন ব্যক্তির প্রোফাইল ও পেইজে ছবিটি কাছাকাছি ক্যাপশনে পোস্ট করা হয়েছে।
কোনো কোনো ক্যাপশনে ঘুর্ণিঝড় আম্পানের কথা উল্লেখ না থাকলেও অনেকে বিশেষভাবে উল্লেখ করেছেন যে এটি ঘুর্ণিঝড় আম্পানের কারণে ঘটা বাংলাদেশের রাস্তার ছবি।
ফ্যাক্ট চেক:
গুগল রিভার্স সার্চে দেখা যাচ্ছে, ছবিটি এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়া ও মালেশিয়াতে ফেসবুক ও টুইটারে ব্যাপকহারে ছড়িয়েছিল।
এছাড়া ২০২০ সালের জানুয়ারির দিকে ভারতের তামিলনাড়ুতেও ছড়ানো হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, তামিলনাড়ুর চিফ মিনিস্টার ইডাপাড্ডি পলানিস্বামীর সরকার কর্তৃক নিকৃষ্টমানের রাস্তা তৈরি করা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশে আঘাত করে ২০ মে (২০২০)। অর্থাৎ, ছড়িয়ে পড়া ছবিটি ঘূর্ণিঝড় আম্পানের নয়।