সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম বাংলাভিশনের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে বলা হয়েছে, রাজধানীর ভালো মানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ মার্চ 'মেহেদী হাসান শাওন' নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "গত কালকে একটি প্রতিবেদন দেখে যারা হাসছিল তাদের জন্য এই পোস্টটি। বাংলার মানুষ দেখো রাজধানীর ভালো মানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ"। উক্ত পোস্টে বাংলাভিশনের লোগো যুক্ত ওই ফটোকার্ডে লেখা রয়েছে, "রাজধানীর ভালো মানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাভিশনের আলোচ্য ফটোকার্ডটি এডিট করে তৈরি করা হয়েছে। এছাড়া, ফটোকার্ডটি বাংলাভিশনের তৈরি করা নয় বলে চ্যানেলটি নিশ্চিত করেছে।
বাংলাভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে আজ ২৬ মার্চ আলোচ্য ফটোকার্ডটিকে 'ভুয়া' উল্লেখ করে তৈরি করা একটি ফটোকার্ড সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে বলা হয়, "বাংলাভিশনের নামে ফেসবুকে ছড়িয়ে পরা এই ছবিটি ভুয়া। সঠিক ও নির্ভুল তথ্য পেতে লাইক দিন বাংলাভিশনের অফিশিয়াল ফেসবুক পেইজে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এদিকে, সার্চ করে মূলধারার গণমাধ্যম সহ কোনো গ্রহণযোগ্য মাধ্যমে "রাজধানীর ভালো মানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ" শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ বেসরকারি সম্প্রচারমাধ্যম বাংলাভিশনের ফেসবুক পেজে প্রকাশিত "রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের" লেখা সম্বলিত ফটোকার্ডকে এডিট করে "রাজধানীর ভালো মানের আবাসনে থাকে বরিশালের ৮৭ শতাংশ মানুষ" লিখে মূল ফটোকার্ডটির বিকৃত একটি ভার্সন ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডকে বিকৃত করে ভুয়া তথ্য সহ প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।