HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি ২০২২ সালের কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান নয়

বুম বাংলাদেশ দেখেছে, কাতারে নভেম্বরে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান 'হায়া হায়া' গত এপ্রিলে প্রকাশ করে ফিফা।

By - Ummay Ammara Eva | 23 Jun 2022 9:43 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি গানের ভিডিও শেয়ার করে লেখা হচ্ছে, এটি কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ-২০২২ এর অফিসিয়াল গান। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ১৩ জুন 'Mohammad Riyad' নামের একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, 'কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ অফিসিয়াল গান।' পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই গানটি কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান বা থিম সং নয়। বরং এটি কলম্বিয়ান গায়িকা শাকিরা ইসাবেল মেবারাকের গাওয়া ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সং ওয়াকা ওয়াকার সুর নকল করে তৈরি করা একটি প্যরোডি গান। গানটির ভিডিওতে কণ্ঠ মেলাতে দেখা গেছে অজ্ঞাত এক নারীকে।

কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা 'FIFA' এ বছরের ১ এপ্রিল 'Hayya Hayya (Better Together) | FIFA World Cup 2022™ Official Soundtrack' শিরোনামে ২০২২ সালের কাতার বিশকাপের অফিসিয়াল গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। ফিফার নিজস্ব ইউটিউব চ্যানেলে অফিসিয়াল গানটি দেখুন--

Full View

চলতি বছরের ২৯ এপ্রিল এনটিভি অনলাইনে 'কাতার বিশ্বকাপের থিম সং আলোড়ন তুলেছে' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে ফিফার ২০২২ সালেরে কাতার বিশ্বকাপের গানটি যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


প্রতিবেদনটিতে বলা হয়েছে, "প্রথমবার ফিফা বিশ্বকাপের থিম সং একাধিক গানকে মিলিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা এক সঙ্গে গেয়েছেন। যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কর্ডোনা ও আফ্রো বিটস আইকন দাবিদো এবং কাতারের প্রখ্যাত মিউজিশিয়ান আইশা গানটি গেয়েছেন।"

ভারতের ক্রীড়া সংবাদমাধ্যম GOAL.COM তাদের ওয়েবসাইটে  'FIFA World Cup Official Songs: Every Anthem from 1962-2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে এবছরের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসেবেও উল্লেখ আছে 'হায়া হায়া' গানটির। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়াও, ভারতীয় ক্রীড়া সংবাদ সংস্থা FIFA World Cup News এক প্রতিবেদনে 'হায়া হায়া' গানটিকেই চলতি বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের অফিসিয়ান গান হিসেবে উল্লেখ করেছে।

এবারে পার্থক্য বোঝার জন্য সংগীত শিল্পি শাকিরার ইউটিউব চ্যানেলে "Shakira - Waka Waka (This Time for Africa) (The Official 2010 FIFA World Cup™ Song)" শিরোনামে ২০১০ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান 'ওয়াকা ওয়াকা' শুনুন এখানে এবং আলোচ্য ফেসবুক পোস্টে দাবি করা চলতি বছরের অফিসিয়াল গান 'ওয়াকা ওয়াকা' এর প্যারোডি গানটি শুনুন এখানে

অর্থ্যাৎ, ২০১০ সালের বিশ্বকাপের থিম সং 'ওয়াকা ওয়াকা'র সুর নকল করে বানানো একটি প্যারোডি গানকে ২০২২ সালের কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান হিসেবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, একটি প্যারোডি গানকে ফুটবল বিশ্বকাপের আসন্ন মহাযজ্ঞের অফিসিয়াল গান হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories