HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি চাঁদের অন্যতম স্বচ্ছ ছবি তবে একমাত্র নয়

বুম বাংলাদেশ দেখেছে, বহু আলোকচিত্রী চাঁদের স্বচ্ছ ছবি তুলেছেন, আলোচ্য ছবিটিকে চাঁদের স্বচ্ছতম ছবি দাবি করার সুযোগ নেই।

By - Ummay Ammara Eva | 23 Oct 2022 7:50 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি এখন পর্যন্ত চাঁদের তোলা সবচেয়ে স্বচ্ছ বা স্পষ্ট ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৭ অক্টোবর "মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি" নামের একটি পাবলিক গ্রুপে "G.X. Majharul" নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "এখন পর্যন্ত চাঁদের তোলা সবচেয়ে ক্লিয়ার ছবি..."। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এখন পর্যন্ত তোলা চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি হওয়ার দাবিটি সঠিক নয়। মূলত, দারা কাবা মির্জা নামের এক কুর্দিশ আলোকচিত্রীর তোলা চাঁদের একাধিক ছবির মধ্যে ওই আলোকচিত্রীর মতে 'অন্যতম স্বচ্ছ ছবি'কে এখন পর্যন্ত তোলা সবচেয়ে স্বচ্ছ ছবি হিসেবে দাবি করা হচ্ছে। কাবা মির্জা ছাড়াও আরো অনেক আলোকচিত্রী বিভিন্ন সময়ে চাঁদের স্বচ্ছ ছবি তুলেছেন।

চাঁদের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে daryavaseum নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুকের ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল "One of my famous moon image. Back in the day this image went viral under the caption "Nasa's sharpest moon image"." ( বঙ্গানুবাদ-আমার তোলা চাঁদের একটি বিখ্যাত ছবি। এর আগে ছবিটি নাসার স্পষ্টতম ছবি হিসেবে ভাইরাল হয়েছিল)। লেখাটি দেখে বোঝা যায় যে, ফেসবুকের এই পেজের ব্যক্তিই চাঁদের আলোচ্য ছবিটির আলোকচিত্রী। ফেসবুক পেজে daryavaseum নামের ওই ব্যক্তি নিজেকে মহাকাশ আলোকচিত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

ফেসবুক পেজটির সূত্র ধরে সার্চ করে সামাজিক মাধ্যম টুইটারেও একই নামে একটি টুইটার একাউন্ট খুঁজে পাওয়া যায়। ওই আইডিতে অনুসন্ধান চালিয়ে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায় যেখানে ক্যাপশনে লেখা ছিলো, "One of my sharpest moon image" (আমার তোলা চাঁদের অন্যতম স্বচ্ছ ছবি)। অর্থ্যাৎ daryavaseum নামের ওই ব্যক্তির তোলা চাঁদের ওই ছবিটি তাঁর নিজের তোলা একাধিক ছবির মধ্যে অন্যতম স্বচ্ছ বা স্পষ্ট একটি ছবি। ওই ব্যক্তি নিজেকে টুইটারেও একজন আলোকচিত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। টুইটার পোস্টটি দেখুন--

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ছবিটিকে সংবাদ ভিত্তিক বিখ্যাত ম্যাগাজিক নিউজউইকের অনলাইন ভার্সন ও ভারতের প্রভাবশালী গণমাধ্যম NDTV সহ বহু সংবাদমাধ্যমে উক্ত ছবিসহ সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে। গত ৬ অক্টোবর নিউজউইকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, Darya Kawa Mirza অর্থাৎ দারা কাবা মির্জা নামের এক ফটোগ্রাফার ছবিটি তুলেছেন, সামাজিক মাধ্যম রেডিটে যার ইউজারনেম 'daryavaseum'। প্রতিবেদনটি বলছে রেডিটে কাবা মির্জা তাঁর পোস্টে লিখেছেন, "One of the sharpest moon image[s] I ever captured through a 8-inch telescope." (বঙ্গানুবাদ, "আট ইঞ্চি টেলিস্কোপে আমার তোলা চাঁদের অন্যতম স্বচ্ছ ছবি এটি")। অর্থাৎ একটি স্পেসিফিক ভার্সনের টেলিস্কোপে তোলা চাঁদের স্বচ্ছ ছবিগুলোর মধ্যে এটি একটি। এই ফটোগ্রাফারের সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত প্রতিবেদন করা নিউজউইকের রেফারেন্সেসহ গত ৭ অক্টোবর একই রকম নিউজ প্রকাশ করে NDTV। এনডিটিভির খবরের স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ ছবিটির ফটোগ্রাফার কাবা মির্জা নিজেও এটিকে চাঁদের এ যাবৎকালের সবচেয়ে স্বচ্ছ ছবি হিসেবে দাবি করেননি।

এদিকে, চাঁদের স্বচ্ছ ছবি বা স্বচ্ছতম ছবি কোনটি তা জানতে কি-ওয়ার্ড সার্চ করে, টেক-বিজনেস প্ল্যাটফর্ম ইয়াহুর সংবাদকেন্দ্রিক সাইট ইয়াহু নিউজে ২০২০ সালের ৫ মে "Photographer takes 'clearest-ever' photo of moon by combining phases into one image" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, এন্ড্রু ম্যাককার্থি নামে একজন মহাকাশ আলোকচিত্রী চাঁদের স্পষ্ট ছবি তৈরি করার জন্য কয়েকহাজার ছবি তুলেছেন, হাজারো ছবির ভিত্তিতে তৈরি ছবিটিকে চাঁদের 'clearest-ever' বা এ যাবৎকালের 'সবেচেয়ে স্বচ্ছ' ছবি বলে দাবি করা হয়েছে।। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আবার, যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দা সানও তাঁদের ওয়েবসাইটে ২০২০ সালের ৪ মে "MOON MASTER 'World's clearest Moon picture' has been revealed by astrophotographer who spent two weeks capturing it" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনেও ইয়াহু নিউজের অনুরূপ তথ্য দিয়ে বলা হয়, মহাকাশ আলোকচিত্রীর দুই সপ্তাহ ধরে ছবি তোলার পরে 'বিশ্বের স্পষ্টতম চাঁদের' ছবিটি প্রকাশ করা হয়। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়াও, যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা নিউইয়র্ক পোস্টেও এব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে, ওই সংবাদের সূত্র ধরেই আরো সার্চ করে দেখা যায়, ২০২০ সালে চাঁদের স্পষ্টতম ছবি তোলার কারিগর এন্ড্রু মাককার্থি আরেকজন সঙ্গীকে নিয়ে এবছরের আগস্ট মাসে চাঁদের আরো স্পষ্ট ছবি তুলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট স্পেস ডটকমে গত ২৫ আগস্ট "Photographers capture 'ridiculously detailed image' of the moon for NASA's Artemis 1 launch" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ম্যাককার্থি ও তাঁর সঙ্গী কনর মাথার্ন একবছর ধরে চাঁদের ছবি তুলেছেন এবং চাঁদের স্পষ্টতম ছবিটি তারাই তৈরি করেছেন এবং "The Hunt for Artemis," নামের ১৭৪ মেগাপিক্সেলের ওই ছবিটি তাঁরা নাসার পরবর্তী চন্দ্রমিশন আর্টেমিস -১ কে উৎসর্গ করেছেন । স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থ্যাৎ দারা কাবা মির্জার তোলা চাঁদের ছবিকে এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে স্বচ্ছ বা স্পষ্ট ছবি বলার সুযোগ নেই। পাশাপাশি অন্যান্য সংবাদমাধ্যমেও প্রকাশিত প্রতিবেদনে চাঁদের স্বচ্ছতম ছবি হিসেবে যাদের দাবির কথা তুলে ধরা হয়েছে, তাদের বক্তব্যকে ইনভার্টেড কমার ভিতরে লিখা হয়েছে। মানে 'clearest-ever' অথবা 'World's clearest Moon picture' এভাবে বলা হয়েছে গণমাধ্যমে। অর্থাৎ স্বচ্ছ ছবি তুলেছেন অনেকেই, তবে কোনটিকে স্বচ্ছতম বা সবচেয়ে স্বচ্ছ বলার কোন সুযোগ নেই।

সুতরাং একটি নির্দিষ্ট টেলিস্কোপে তোলা চাঁদের অন্যতম স্বচ্ছ ছবিকে এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories