HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি মিজোরামের কোনো বাঁধের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি মিজোরামের কোনো বাঁধের নয় বরং ভারতের রাজস্থান রাজ্যের মাহি বাজাজ সাগর নামের একটি বাঁধের।

By - Ummay Ammara Eva | 26 May 2022 10:32 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মিজোরামের বাঁধ খুলে দিয়েছে ভারত। একই ভিডিওকে কোথাও কোথাও ফারাক্কা বাঁধের বলেও দাবি করা হচ্ছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২১ মে 'এইচ এম জিয়াউর রহমান' নামের একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, 'আমাদের বন্ধু রাষ্ট্র ভারত মিজোরাম এর সুইস গেট খুলে দিয়েছে,এতে করে আমাদের সিলেট বাসিকে আরো ভোগান্তি পোয়াতে হবে। হে আল্লাহ সিলেট বাসিসহ ভানবাসি সকলেকে তুমি হেফাজত করো।' পোস্টটির স্ক্রিনশট দেখুন---



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর বাঁধটি মিজোরামের কোনো বাঁধ বা ফারাক্কা বাঁধের নয়। বরং এটি ভারতের রাজস্থান রাজ্যের 'মাহি ড্যাম' নামের একটি বাঁধের ভিডিও।

ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে সার্চ করে, হুবহু ভিডিওটির একটি পূর্ণাঙ্গ ভার্সন পাওয়া গেছে 'TechTravelFunFood' নামের একটি ইউটিউব চ্যানেলে। 'बांसवाड़ा का माही बांध के गेट खोले गये Mahi Bajaj Sagar Dam Banswara Rajasthan India' শিরোনামে ২০১৮ সালের ১২ আগস্ট প্রকাশিত ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা হয়, 'Mahi Bajaj Sagar Dam is a dam across the Mahi River. It is situated 16 kilometres from Banswara town in Banswara district Rajasthan, India"। অর্থাৎ ভারতের রাজস্থানের বান্সওয়ারা জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে মাহি নদীর মধ্যে নির্মিত 'মাহি বাজাজ সাগর ড্যাম' এটি। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

আলোচ্য ভিডিওটির ৪ সেকেন্ড ও ইউটিউব ভিডিওটির ১২ সেকেন্ড থেকে নেয়া স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

আলোচ্য ফেসবুক ভিডিওটির স্ক্রিনশট (বামে) ও ইউটিউব ভিডিওটির (ডানে)

এতে বোঝা যায় যে, আলোচ্য ভিওিটি উক্ত ইউটিউব ভিডিওটি থেকে কেটে নিয়ে বানানো হয়েছে। ভিডিওটি মূলত মাহি বাজাজ সাগর ড্যামের, যা ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থান রাজ্যটি ভৌগোলিকভাবে বাংলাদেশের সীমান্ত থেকে পশ্চিমে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে পাকিস্তান সীমান্তে অবস্থিত। স্টক ফটোর ওয়েবসাইট 'alamy' থেকে রাজস্থান রাজ্যের অবস্থানগত ম্যাপ দেখুন--


রাজস্থান বাংলাদেশের সীমান্তবর্তী কোনো রাজ্য নয় এবং রাজস্থান রাজ্য থেকে এতো দূরত্ব অতিক্রম করে কোনো বাঁধের পানি এসে বন্যার সৃষ্টি করাও সম্ভব নয়। তাছাড়া, সিলেটের চলমান বন্যার জন্য মূলত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলকেই দায়ী করা হচ্ছে গণমাধ্যমে।

অর্থ্যাৎ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত একটি বাঁধকে মিজোরাম রাজ্যের বাঁধ দাবি করে সিলেটের সাম্প্রতিক বন্যার জন্য দায়ী করা হচ্ছে।

সুতরাং রাজস্থান রাজ্যে অবস্থিত বাঁধকে মিজোরামের বাঁধ বলে দাবি করা এবং বাঁধটিকে বাংলাদেশের সিলেটে বন্যার জন্য দায়ী করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories