HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শেখ মুজিবের ছবি আদালতে টাঙানোর পুরোনো সংবাদ নতুন করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, শেখ মুজিবুর রহমানের ছবি আদালতে টাঙানোর নির্দেশনার ২০১৯ সালের সংবাদ নতুন করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 26 Nov 2024 10:53 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সব বিচারিক আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২৪ নভেম্বর 'Nilla Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বৈশাখী টেলিভিশনের লোগোযুক্ত একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "সব বিচারিক আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিল হাইকোর্ট জয় বাংলা"। ভিডিওটিতে একাত্তর টিভির উপস্থাপককে বলতে শোনা যায়, "আগামী দুমাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে আদালত।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



একাত্তর টেলিভিশনের লোগোযুক্ত একই তথ্যসহ প্রচারিত সংবাদের ভিডিওসহ ফেসবুক পোস্ট দেখুন--



ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের লোগোযুক্ত একই তথ্যসহ প্রচারিত সংবাদের ভিডিওসহ ফেসবুক পোস্ট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত বিভিন্ন সম্প্রচার মাধ্যমের লোগো সহ সংবাদের ভিডিও ক্লিপগুলো সাম্প্রতিক নয়। ২০১৯ সালের আগস্ট মাসে হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে "সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ" আলোচ্য ভিডিওটি প্রচারিত হয়।

আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৯ আগস্ট "সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ | Portrait Of Bangabandhu | Latest News" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটি দেখুন--

Full View


আরো সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৯ আগস্ট "আদালতকক্ষে জাতির জনকের ছবি টাঙানোর নির্দেশ II Banganandhu" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য পোস্টগুলোর একটি পোস্টের ভিডিওটির সাথে উক্ত ভিডিওটিরও হুবহু মিল রয়েছে। ভিডিওটি দেখুন--

Full View


এছাড়াও, একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৯ আগস্ট "সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ হাইকোর্টের | News | Ekattor TV" শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য পোস্টগুলো থেকে অন্য একটি পোস্টে যুক্ত ভিডিওর সাথে উক্ত ভিডিওটিরও হুবহু মিল রয়েছে। ভিডিওটি দেখুন--

Full View


উল্লেখ্য ২০১৯ সালের ২৯ আগস্ট সব বিচারিক আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দেন হাইকোর্ট।  

অর্থাৎ আলোচ্য ভিডিওটির সাম্প্রতিক নয়। শেখ মুজিবুর রহমানের ছবি সব বিচারিক আদালতে টাঙানোর জন্য হাইকোর্টের নির্দেশের সংবাদটি ৫ বছর আগের।

সুতরাং শেখ মুজিবুর রহমানের ছবি সব বিচারিক আদালতে টাঙানোর জন্য হাইকোর্টের নির্দেশের ৫ বছর আগের সংবাদ নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories