HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

না, এটি মাইক্রোস্কোপে ধারণ করা মৌমাছির ছবি নয়

বুম বাংলাদেশ দেখেছে, ম্যাক্রো ফটোগ্রাফি পদ্ধতিতে ধারণ করা লংহর্ন বিটল নামে এক ধরনের পোকার ক্লোজআপ ছবি এটি।

By - Md Abdullah Khan | 8 Oct 2022 1:17 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি মাইক্রোস্কোপে ধারণ করা একটি মৌমাছির। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২২ সেপ্টেম্বর "Photography" নামের পেজ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "মাইক্রোস্কোপে মৌমাছি...।" স্ক্রিনশট দেখুন-- 

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। প্রথমত, ছবিটি মৌমাছির নয় বরং লংহর্ন বিটল নামে এক ধরণের পোকার। দ্বিতীয়ত, ছবিটি মাইক্রোস্কোপে নয় বরং ম্যাক্রো ফটোগ্রাফি পদ্ধতিতে ক্লোজাপ মোডে ধারণ করা।

রিভার্স ইমেজ সার্চ করে, মার্কিন ম্যাগাজিন নিউজউইকে "Terrifying Close-Up of Beetle's Face Compared to New Slipknot Member" শিরোনামে ছবিটি খুঁজে পাওয়া যায়, যা গত ১ জুলাই প্রকাশিত হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, দারা ওজো (Dara Ojo) নামের একজন নাইজেরিয়ায় নাগরিক লংহর্ন বিটল নামে এই পোকার ক্লোজআপ ছবিটি চীনের সাংহাইয়ের বাইরে জিয়াসিং নামক স্থানে ধারণ করেছেন। নিউজউইককে দারা ওজো জানান, তিনি একজন ওয়াইল্ডলাইফ ম্যাক্রো ফটোগ্রাফার, যিনি পোকামাকড়ের ছবি ধারণ করে থাকেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

প্রতিবেদনে দারা ওজোর ইন্সট্রাগ্রাম একাউন্ট চলতি বছরের ৮ জুন পোস্ট করা মূল ছবিটিও সংযুক্ত করা আছে। দেখুন--

ইন্সটাগ্রাম পোস্টে ছবিটি ধারণ করা ছবির বর্ণনায় চিত্রগ্রাহক যে পদ্ধতির বর্ণনা করছেন তা সাধারণত ম্যাক্রো ফটোগ্রাফির জন্য ব্যবহার করা হয়। ম্যাক্রো-ফটোগ্রাফি হলো ক্ষুদ্র প্রাণী বা বস্তুর বিশদ চিত্র ধারণের পদ্ধতি। অন্যদিকে, মাইক্রোস্কোপ হলো একটি যন্ত্র যার মাধ্যমে অতি ক্ষুদ্র বস্তু, কোষগুলি ইত্যাদি পর্যবেক্ষণ করা যায়।

অর্থাৎ ছবিটি মৌমাছির নয় এবং মাইক্রোস্কোপেও ধারণ করা নয়।

সুতরাং লংহর্ন বিটল নামে এক ধরনের পোকার ম্যাক্রো ফটোগ্রাফি পদ্ধতিতে ধারণ করা ক্লোজআপ ছবি দিয়ে মাইক্রোস্কোপে মৌমাছির ছবি বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories