সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, জাপানের একটি ছোট গ্রামে ২০ মিনিট বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট ওই মন্ত্রী ২০ মিনিট ধরে মাথা নিচু করে ক্ষমা চাচ্ছেন। ছবিতে এক ব্যক্তিকে জনসম্মুখে ক্যামেরার সামনে মাথা নিচু করে থাকতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ মে 'MH Rafi ' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, "জাপানের একটি ছোট গ্রামে 20 মিনিট বিদ্যুৎ ছিল না ! তাই সংশ্লিঠ মন্ত্রী গ্রামবাসীর কাছে ঠিক 20 মিনিট মাথা নীচু করে ক্ষমা চেয়ে নিচ্ছেন। (ঘটনাটি ২০১৭ সালের)"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ছবির ব্যক্তি মন্ত্রী নন বরং জাপানি অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানির সাবেক প্রেসিডেন্ট ও সিইও তাকাহিরো হাচিগো।
রিভার্স ইমেজ সার্চ করলে, জাপানি ফটোগ্রাফি এজেন্সি নিপ্পনে মূল ছবিটি পাওয়া যায়। ছবিতে দেখা যায় মাথা নিচু করা ব্যক্তির পেছনে হোন্ডা মোটর কোম্পানির লোগো আছে। ছবির বিবরণে থেকে জানা যায়, তাকাহিরো হাচিগো জাপানের শীর্ষস্থানীয় অটোনির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানির নতুন প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৫ সালের ৬ জুলাই টোকিও হেড অফিসে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে হাজির হন। এছাড়া ছবিটি ব্রিটিশ ফটোগ্রাফি স্টক এজেন্সি অ্যালামিতেও খুঁজে পাওয়া গেছে।
নিপ্পন নিউজ-এ একই সংবাদ সম্মেলনের ভিন্ন একটি ছবিও খুঁজে পাওয়া যায়। সাধারণত, জাপানি সংস্কৃতিতে সামনে ঝুঁকে বা নত হয়ে অভিবাদন জানানো হয়। একে বলা হয় ওজিজি। প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল পর্যন্ত হোন্ডার সিইও-র দায়িত্ব পালন করেছেন তাকাহিরো। তাঁর জায়গায় পরে দায়িত্ব নেন তোশিহিরো মিব।
এদিকে একাধিক পদ্ধতিতে সার্চ করেও জাপানি কোনো মন্ত্রীর ২০ মিনিট ধরে ক্ষমা চাওয়া সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ ছবির ব্যক্তি জাপানি মন্ত্রী নন বরং অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানির সাবেক প্রেসিডেন্ট ও সিইও তাকাহিরো হাচিগো।
সুতরাং অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানির সাবেক প্রেসিডেন্ট ও সিইও তাকাহিরো হাচিগোর ছবি দিয়ে মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।